ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৮ মে ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২

ইসরাইলি হামলায় আরও ৫৯ ফিলিস্তিনি নিহত

যুদ্ধবিরতি আলোচনায় আগ্রহী নয় হামাস

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২১:১০, ৭ মে ২০২৫

যুদ্ধবিরতি আলোচনায় আগ্রহী নয় হামাস

পশ্চিমতীর থেকে ফিলিস্তিনিদের ধরে নিয়ে যাচ্ছে ইসরাইলি সেনারা

ইসরাইলের সঙ্গে আর যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় আগ্রহী নয় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস। বুধবার গোষ্ঠীটির এক সিনিয়র কর্মকর্তা এমনটা জানিয়েছেন। সেই সঙ্গে গাজার বিরুদ্ধে ইসরাইলের ক্ষুধার যুদ্ধ বন্ধ করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। এদিকে গাজার বিভিন্ন স্থানে ইসরাইলের বিমান হামলায় ৫৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে রয়েছেন নারী ও শিশু। বুধবার স্থানীয় হাসপাতাল কর্তৃপক্ষ এই তথ্য জানিয়েছে। খবর আলজাজিরার। 
এক সাক্ষাৎকারে হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য ও গাজার সাবেক স্বাস্থ্যমন্ত্রী বাসেম নাঈম বলেন, গাজা উপত্যকায় ক্ষুধার যুদ্ধ এবং গণহত্যার যুদ্ধ যতদিন চলবে ততদিন নতুন কোনো যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে আলোচনায় বসার কোনো মানে নেই। নাঈম আরও বলেন, ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারকে এই ক্ষুধা, পিপাসা ও হত্যাযজ্ঞ বন্ধ করতে চাপ প্রয়োগ করতে হবে। এক্ষেত্রে আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসতে হবে।

ইসরাইলের সামরিক বাহিনী গাজায় হামলা সম্প্রসারণের ঘোষণা দেওয়ার পর হামাস কর্মকর্তা এই মন্তব্য করলেন। গত সোমবার ইসরাইলি বাহিনী জানায়, নতুন অভিযানে গাজার অধিকাংশ মানুষকে স্থানচ্যুত করা হবে। এদিন ইসরাইলের নিরাপত্তা মন্ত্রিসভা সম্প্রসারিত অভিযানের পরিকল্পনা অনুমোদন করে। এতে গাজা উপত্যকা জয় ও অঞ্চলগুলোর দখলের কথা বলা হয়েছে। ইসরাইলি হামলার শুরু থেকে গাজার প্রায় সমস্ত বাসিন্দাই একাধিকবার স্থানচ্যুত হয়েছে।

আরো পড়ুন  

×