ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৮ মে ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় জামায়াত নেতার স্ত্রী গুরুতর আহত, হাসপাতালে ভর্তি

স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ ও নিজস্ব সংবাদদাতা, রায়গঞ্জ , সিরাজগঞ্জ

প্রকাশিত: ২১:৪৬, ৭ মে ২০২৫; আপডেট: ২১:৪৭, ৭ মে ২০২৫

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় জামায়াত নেতার স্ত্রী গুরুতর আহত, হাসপাতালে ভর্তি

ছবি: জনকন্ঠ

সিরাজগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক জাহিদুল ইসলামের সহধর্মিণী সড়ক দুর্ঘটনার শিকার হয়ে মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে  সিরাজগঞ্জ নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন।


বুধবার বেলা ৩ টার দিকে মোটর বাইক যোগে সিরাজগঞ্জ থেকে উল্লাপাড়া যাওয়ার পথে নলকাতে সড়ক দুর্ঘটনা শিকার হন।


সিরাজগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক জাহিদুল ইসলাম বলেন, 'সহধর্মিণীকে সাথে নিয়ে উল্লাপাড়া যাওয়ার পথে নলকা সড়কে ব্যাটারিচালিত ভ্যানগাড়ি হঠাৎ উলটো ঘুরিয়ে দিলে  মোটর বাইকের সাথে ধাক্কা লাগে। এসময় আমার সহধর্মিণী ছিটকে পাঁকা সড়কের ওপর আছড়ে পড়েন। এতে তিনি মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হন। তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।'

সিটিস্ক্যান রিপোর্ট দেখে সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান  অধ্যাপক ডাক্তার  জিয়াউর রহমান বললেছেন, প্রাথমিকভাবে আশঙ্কামুক্ত মনে করছি তবে ২৪ ঘণ্টা না গেলে ফাইনালি সিদ্ধান্ত কিছু বলা যাচ্ছে না। তিনি সকলের নিকট দোয়া কামনা করেছেন।

রবিউল

×