ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৮ মে ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২

টঙ্গীতে মাদকের আস্তানা উচ্ছেদ

নূরুল ইসলাম তালুকদার, টঙ্গী

প্রকাশিত: ২১:৪৪, ৭ মে ২০২৫

টঙ্গীতে মাদকের আস্তানা উচ্ছেদ

ছবি: সংগৃহীত

টঙ্গীর ব্যাংকের মাঠ এলাকার দীর্ঘদিন ধরে অবৈধ দখলে থাকা ‘সার কারখানা বস্তুি’র মাদকাসক্তদের আস্তানা উচ্ছেদ করেছে গাজীপুর সিটি কর্পোরেশন (জিসিসি)। বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত চলে এ উচ্ছেদ অভিযান।

জানা গেছে, বস্তুি এলাকায় অবৈধভাবে গড়ে ওঠা ঘরবাড়িগুলো মাদকসেবী ও মাদক বিক্রেতাদের নিরাপদ আশ্রয়স্থলে পরিণত হয়েছিল। দীর্ঘদিন ধরে স্থানীয়রা এলাকাটি উচ্ছেদের দাবি জানিয়ে আসছিলেন।

অভিযানে নেতৃত্ব দেন গাজীপুর সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা ও জহিরুল ইসলাম। সঙ্গে ছিলেন তত্ত্বাবধায়ক প্রকৌশলী সুদীপ বসাক, নির্বাহী প্রকৌশলী আশরাফ হোসেন, উপ-সহকারী প্রকৌশলী আমজাদ হোসেন, তানভির আহমেদ এবং বর্জ্য ব্যবস্থাপনা শাখার কর্মকর্তা আরিফুর রহমান। তারা ভেকু (এক্সক্যাভেটর) ব্যবহার করে কোনো ধরনের বাধা ছাড়াই বস্তুির সব ঘরবাড়ি গুড়িয়ে দেন।

এসএফ

×