ঢাকা, বাংলাদেশ   শনিবার ১০ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

হাসনাতের হুঁশিয়ারি: আ. লীগ নিষিদ্ধের আগ পর্যন্ত শাহবাগ অবরোধ চলবে

প্রকাশিত: ১৮:১৫, ৯ মে ২০২৫

হাসনাতের হুঁশিয়ারি: আ. লীগ নিষিদ্ধের আগ পর্যন্ত শাহবাগ অবরোধ চলবে

ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ঘোষণা করেছেন যে, আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত শাহবাগ মোড়ে তাদের অবরোধ কর্মসূচি অব্যাহত থাকবে। শুক্রবার (৯ মে) বিকেল সাড়ে ৪টার দিকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, “আমাদের কথা অন্তর্বর্তী সরকারের কাছে পৌঁছায় না, শহীদের আওয়াজ ও আহতদের আর্তনাদ তাদের কানে পৌঁছায় না।” তিনি আরও বলেন, “বাংলাদেশের রাজনীতি এই ভূখণ্ড থেকে নির্ধারিত হবে, বিদেশি কোনো ইশারায় নয়।”

তিনি বলেন, “আমরা এখান থেকে বের হয়ে শাহবাগ অবরোধ করব। যতক্ষণ না আওয়ামী লীগকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করা হবে, ততক্ষণ আমরা অবরোধ করে রাখব।” তিনি আরও বলেন, “যেহেতু অন্তর্বর্তী সরকার দৃশ্যমান কোনো পদক্ষেপ নেয়নি, ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না।”

এর আগে বৃহস্পতিবার রাত থেকে হাসনাত আবদুল্লাহর ডাকে ছাত্র-জনতা আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে বিক্ষোভ কর্মসূচি শুরু করেন। পরে রাত ১টার দিকে নাহিদ ইসলামের নেতৃত্বে যোগ দেন এনসিপির নেতাকর্মীরা।

শিহাব

×