ঢাকা, বাংলাদেশ   শনিবার ১০ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

চাঁপাইনবাবগঞ্জে লাঠিয়াল বাহিনীর প্রধানসহ আওয়ামী লীগের ১৩ নেতা-কর্মী গ্রেপ্তার

নিজস্ব সংবাদদাতা, চাঁপাইনবাবগঞ্জ

প্রকাশিত: ১৮:২৪, ৯ মে ২০২৫; আপডেট: ১৮:২৪, ৯ মে ২০২৫

চাঁপাইনবাবগঞ্জে লাঠিয়াল বাহিনীর প্রধানসহ আওয়ামী লীগের ১৩ নেতা-কর্মী গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জের নাচোল পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগ সভাপতি আব্দুর রশিদ খান ঝালু এবং জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রুহুল আমিনের লাঠিয়াল বাহিনীর প্রধান হাম্মাদ আলীসহ ১৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার গভীর রাতে জেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। 

পুলিশের একটি সূত্র জানিয়েছে, হাম্মাদ আলীর বিরুদ্ধে ৫ আগস্ট জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে সরকারি মালখানা লুটপাটের অভিযোগ রয়েছে এবং ওই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। সদর মডেল থানার ওসি মতিউর রহমান তার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার রেজাউল করিম জানিয়েছেন, আগের দায়ের হওয়া মামলা গ্রেপ্তার করা হয়েছে ১৩ জনকে। পরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।

জাহিদ/রবিউল

×