ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৯ মে ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২

২০ কেজি গাঁজা ও প্রাইভেটকারসহ মাদক কারবারি আটক

নিজস্ব সংবাদদাতা, দাউদকান্দি

প্রকাশিত: ২৩:৪৬, ৮ মে ২০২৫

২০ কেজি গাঁজা ও প্রাইভেটকারসহ মাদক কারবারি আটক

ছবি: জনকণ্ঠ

কুমিল্লার হোমনায় ২০ কেজি গাঁজা ও একটি প্রাইভেটকারসহ মমিন মিয়া (৩৩) নামে এক মাদক কারবারি্কে আটক করেছে হোমনা থানা পুলিশ। 

বৃহস্পতিবার (০৮ মে) বিকালে মাথাভাঙ্গা ইউনিয়নের ছয়ফুল্লাকান্দি ছিনাইয়া হইতে মেঘনাগামী পাকা রাস্তার উপর থেকে তাকে আটক করা হয়। সে চৌদ্দগ্রাম পৌরসভার নাটাপাড়া গ্রামের মীর হোসেন প্রকাশ মীরু মিয়ার ছেলে। 

পুলিশ জানায়, এসআই (নিরস্ত্র) মীর হোসেন ও এএসআই (নিরস্ত্র) কাঞ্চন কুমার সঙ্গীয় ফোর্সসহ  মাথাভাঙ্গা ইউনিয়নের ছয়ফুল্লাকান্দি উত্তরপাড়ার ০৩ নং ওয়ার্ড এলাকাধীন ছিনাইয়া হইতে মেঘনাগামী পাকা রাস্তার উপর চেকপোস্ট চলাকালে তাকে আটক করা হয়। এ সময়  একটি সিলভার রঙের প্রাইভেট কার এবং ২০ (বিশ) কেজি গাঁজা উদ্ধার করা হয়।  

হোমনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাজমুল হুদা বলেন, তার নামে মাদক দ্রব্য আইনে মামলা হয়েছে। শুক্রবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে। তার নামে বিভিন্ন থানায় আরও নামে ৪ টি মাদক মামলা রয়েছে।

শামীম/রবিউল

×