
ছবি: সংগৃহীত
গাজীপুরে এনসিপির মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহর গাড়ি ভাঙচুর ও হত্যাচেষ্টা মামলায় টঙ্গী থেকে দুই স্বেচ্ছাসেবক লীগ নেতা বশির তালুকদার ও জালাল উদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ। টঙ্গী পূর্ব ও পশ্চিম থানা পুলিশ এসব তথ্য জানিয়েছে।
টঙ্গী পূর্ব থানার ওসি ফরিদুল ইসলাম বলেন, অবিভক্ত টঙ্গী থানা স্বেচ্ছাসেবক লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক স্থানীয় মদিনাপাড়া এলাকার এরশাদ তালুকদারের ছেলে বশির তালুকদারকে হাসনাত হত্যাচেষ্টা মামলায় সন্দেহজনক হিসাবে এবং টঙ্গীর খরতৈল দক্ষিণ পাড়া এলাকার নূর মোহাম্মদের ছেলে জালাল উদ্দিনকে হাসনাত হত্যাচেষ্টা মামলায় আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
শহীদ