
ছবি: সংগৃহীত
ফজরের সময় শাহবাগ মোড়ে উপস্থিত জনসংখ্যা কিছুটা কমে এলেও সকাল হতেই আবারও মানুষের ঢল নামে। অনেকেই যারা আশপাশে থাকেন, তারা রাতভর অবস্থানের পর সামান্য বিশ্রামের জন্য বাসায় গিয়েছিলেন। তবে সকাল থেকেই বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শাহবাগমুখী হতে শুরু করেন, ফলে আবারও জমে ওঠে এলাকা।
বর্তমানে শাহবাগ ও তার আশপাশের সবকটি সড়কই বন্ধ রয়েছে। যান চলাচল সম্পূর্ণভাবে বিঘ্নিত হয়েছে। নিরাপত্তা রক্ষায় বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে, তবে মানুষের উপস্থিতি থামছে না বরং সময় গড়ানোর সঙ্গে সঙ্গে তা আরও বাড়ছে।
এদিকে গতকাল রাতে হাসনাত আব্দুল্লাহ ঘোষণা দেন যে আজ শনিবার বিকেল ৩টায় শাহবাগে একটি গণজমায়েত অনুষ্ঠিত হবে। তিনি জানান, "এটি এখন আর কেবল একটি কর্মসূচি নয়, বরং দেশকে ভালোবাসে—এমন সর্বস্তরের মানুষের সম্মিলিত উপস্থিতি।"
আবীর