ঢাকা, বাংলাদেশ   শনিবার ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

ড. শফিকুল ইসলাম মাসুদ

৫৬ হাজার বর্গমাইলে আমরাও বেরিকেড দিব, আমাদের ভাইদের যারা পঙ্গু করেছে তাদের নিষিদ্ধ করেই বাড়ি ফিরবো

প্রকাশিত: ০৮:৪২, ১০ মে ২০২৫; আপডেট: ০৮:৪৩, ১০ মে ২০২৫

৫৬ হাজার বর্গমাইলে আমরাও বেরিকেড দিব, আমাদের ভাইদের যারা পঙ্গু করেছে তাদের নিষিদ্ধ করেই বাড়ি ফিরবো

ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ চলমান আন্দোলন নিয়ে বক্তব্য দিয়েছেন। তার বক্তৃতায় তিনি বলেন যে, জাতিকে ঠুনকো নির্বাচন দিয়ে তামাশা করার সুযোগ দেওয়া উচিত নয়, যতক্ষণ না যথাযথ বিচার ব্যবস্থা এবং নির্বাচনী সংস্কার করা হয়। তিনি বলেন, যারা আমাদের ভাইদের আহত ও পঙ্গু করেছে, তাদের অবশ্যই নিষিদ্ধ করা উচিত এবং রাজনৈতিক প্রক্রিয়ায় তাদের অংশগ্রহণ রোধ করা উচিত।

ড. শফিকুল ইসলাম মাসুদ জামায়াতের আমীর ড. শফিকুর রহমানের পক্ষ থেকে আন্দোলনকারী সবাইকে সালাম জানিয়েছেন এবং গত রাত থেকে যারা আন্দোলনে অংশগ্রহণ করছেন তাদের প্রতি সহানুভূতি প্রকাশ করেন। তিনি উল্লেখ করেন যে, আন্দোলন তখনই শেষ হবে যখন তাদের দাবি পূর্ণরূপে বাস্তবায়িত হবে এবং সরকারের উচিত ছাত্র জনতার এই দাবি মেনে চলা এবং সহযোগিতা করা।

তিনি আরও বলেন, এটা দুঃখজনক যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ছাত্রদের আবার জীবন দিতে এবং গুলির মুখে দাঁড়িয়ে আন্দোলন চালিয়ে যাওয়ার জন্য চাপ সৃষ্টি করছে। তিনি গণমাধ্যমের কাছে আহ্বান জানিয়ে বলেন, আহতদের এবং শহীদ পরিবারের পাশে দাঁড়াতে, এবং যারা এখনও পুনর্বাসিত হয়নি, তাদের জন্য সঠিক বিচার দাবি করতে।

ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, যে নির্বাচন হবে, তা হবে বিচার এবং সংস্কারের পরেই। বিচারবিহীন এবং সংস্কারহীন নির্বাচন জাতির জন্য এক ধরনের অবিচার হবে। তিনি আওয়ামি লীগকে নিষিদ্ধ করার দাবি জানান এবং বলেন যে, যত তাড়াতাড়ি সম্ভব ছাত্র জনতার এই দাবি পূর্ণ হবে, ততই দেশের মঙ্গল হবে।

তিনি দেশের জনগণকে এক হয়ে আওয়ামি লীগকে নিষিদ্ধ করার আহ্বান জানিয়ে বলেন, ছাত্র জনতা এবং জনগণের শক্তি দিয়ে দেশের প্রতিটি ইঞ্চিতে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হবে। তিনি বলেন, এই জনগণ ছাত্র জনতার আহ্বানে সাড়া দিয়ে শুধু যমুনায় নয়, বাংলাদেশের প্রত্যেক ইঞ্চি মাটিতে দাঁড়িয়ে আমরা বেরিকেড তৈরি করতে সক্ষম। সুতরাং এখানে যদি চারদিকে আমাদের বেরিকেড দেওয়া হয় তাহলে আমরা ধরে নেব সারা বাংলাদেশের আবার ৫৬ হাজার বর্গ মাইলে আমাদেরও বেরিকেড তৈরি করতে বাধ্য হতে হবে। ঠিক। সুতরাং এখানে বেরিকেড দিয়ে ছাত্রজনতার এই গণজোয়ার ঠেকানো যাবে না। বরং সারাদেশে এই জনতার গণজোয়ার আপনারা দায়িত্ব নিয়ে ছড়িয়ে দিবেন। আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে এবং তখনই তারা ঘরে ফিরে যাবে।

শেষে, তিনি সতর্ক করে বলেন যে, সরকারের সব প্রচেষ্টা, যেটি এই আন্দোলনকে দমন করার উদ্দেশ্যে তৈরি করা হচ্ছে, তা সফল হবে না। জনগণ দেশের প্রতিটি জায়গায় আন্দোলনের বার্তা ছড়িয়ে দিবে এবং একত্রিত হয়ে এই আন্দোলনকে জয়ী করবে।

মারিয়া

আরো পড়ুন  

×