ঢাকা, বাংলাদেশ   শনিবার ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

ভারত-পাকিস্তান মুখোমুখি, মাঝখানে ঢুকে পড়ল আমেরিকা!

প্রকাশিত: ১২:৪৬, ১০ মে ২০২৫

ভারত-পাকিস্তান মুখোমুখি, মাঝখানে ঢুকে পড়ল আমেরিকা!

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ভারত ও পাকিস্তানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষিতে উভয় দেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলাদা আলাদাভাবে কথা বলেছেন এবং এই সংকটে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতার প্রস্তাব দিয়েছেন বলে জানিয়েছে স্টেট ডিপার্টমেন্ট।

স্টেট ডিপার্টমেন্টের পাঠানো বিবরণ অনুযায়ী, রুবিও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর এবং পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দাঁরের সঙ্গে আলাদাভাবে কথা বলেন। আলোচনায় তিনি দুই দেশকে উত্তেজনা প্রশমনের উপায় খুঁজে বের করার এবং ভুল বোঝাবুঝি এড়াতে সরাসরি যোগাযোগ পুনঃস্থাপনের গুরুত্ব তুলে ধরেন।

এর আগে তিনি পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের সঙ্গেও কথা বলেন এবং একইভাবে উভয় পক্ষকে উত্তেজনা প্রশমনের পথ খুঁজে বের করার আহ্বান জানান।

বিবরণীতে আরও বলা হয়, ভবিষ্যৎ সংঘাত এড়াতে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে মধ্যস্থতা করার প্রস্তাবও দেন রুবিও।

পাকিস্তান ও ভারতের কর্মকর্তাদের সঙ্গে রুবিওর ফোনালাপে এই প্রথমবার যুক্তরাষ্ট্রের সরাসরি সহায়তার প্রস্তাব উত্থাপন করা হলো।

 

সূত্র: https://edition.cnn.com/world/live-news/india-pakistan-operation-sindoor-05-10-25

এএইচএ

আরো পড়ুন  

×