ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৩ জুলাই ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২

রাজনৈতিক হ্যাকার তাণ্ডব চালাল কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০৮:৩১, ৩ জুলাই ২০২৫

রাজনৈতিক হ্যাকার তাণ্ডব চালাল কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে

ছবি: সংগৃহীত

নিউ ইয়র্কের বিখ্যাত কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে সম্প্রতি সংঘটিত হয়েছে একটি জটিল সাইবার হামলা। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হ্যাকার গত ২৪ জুন বিশ্ববিদ্যালয়ের ডেটা সিস্টেমে অনুপ্রবেশ করে। এতে ছাত্রছাত্রীদের ব্যক্তিগত তথ্য চুরি হয় এবং সাময়িকভাবে বন্ধ হয়ে যায় পুরো ক্যাম্পাসের ই-মেইল, কোর্সওয়ার্ক এবং ভিডিও কনফারেন্স সফটওয়্যারসহ নেটওয়ার্কিং সেবা।

বিশ্ববিদ্যালয়ের একজন মুখপাত্র জানান, সেইদিন ক্যাম্পাসজুড়ে স্থাপিত বিভিন্ন পাবলিক মনিটরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাস্যোজ্জ্বল মুখের ছবি ভেসে ওঠে। যদিও এটি হ্যাকিংয়ের সাথে সরাসরি সম্পৃক্ত কি না তা এখনও স্পষ্ট নয়।

কলাম্বিয়া বলেছে, “আমরা এই ডেটা চুরির ব্যাপ্তি খতিয়ে দেখছি এবং যারাই আক্রান্ত হয়েছেন, তাদের ব্যক্তিগতভাবে জানানো হবে।”

বিশ্ববিদ্যালয় ইতিমধ্যে প্রশাসনিক চাপের মুখে
এই সাইবার হামলা এমন সময় হলো, যখন ট্রাম্প প্রশাসনের সঙ্গে কলাম্বিয়ার সম্পর্ক উত্তপ্ত হয়ে উঠেছে। হোয়াইট হাউসের অভিযোগ, বিশ্ববিদ্যালয় ইহুদি শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। এই অভিযোগে প্রশাসন ৪০০ মিলিয়ন ডলারের ফেডারেল তহবিল বাতিলের হুমকি দিয়েছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন ইতিমধ্যে কিছু প্রশাসনিক পরিবর্তন মেনে নিয়েছে, যার মধ্যে রয়েছে:

  • মধ্যপ্রাচ্য স্টাডিজ বিভাগকে নতুন তদারকির আওতায় আনা
  • ক্যাম্পাস বিক্ষোভ ও শৃঙ্খলার নিয়মে পরিবর্তন আনা

মুমু ২

×