ঢাকা, বাংলাদেশ   শনিবার ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

ভারত-পাকিস্তান সংঘাত নিয়ে গভীর উদ্বেগে বাংলাদেশ, সংযমের আহ্বান মির্জা ফখরুলের

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১২:৩৬, ১০ মে ২০২৫; আপডেট: ১২:৪১, ১০ মে ২০২৫

ভারত-পাকিস্তান সংঘাত নিয়ে গভীর উদ্বেগে বাংলাদেশ, সংযমের আহ্বান মির্জা ফখরুলের

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবিঃ সংগৃহীত

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ভারত ও পাকিস্তানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনাকে বাংলাদেশ গভীর উদ্বেগের সঙ্গে পর্যবেক্ষণ করছে।

শনিবার (১০ মে) তার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, “আঞ্চলিক স্থিতিশীলতা ও শান্তিতে প্রতিশ্রুতিবদ্ধ একটি দেশ হিসেবে আমরা সকল পক্ষকে সংযম অবলম্বন ও সংলাপকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানাই। দক্ষিণ এশিয়ায় শান্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ-আমাদের জনগণের জন্য, আমাদের অগ্রগতির জন্য এবং আমাদের অভিন্ন ভবিষ্যতের জন্য।”

উল্লেখ্য, গত ২২ এপ্রিল জম্মু-কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হন, যাঁদের অধিকাংশই ছিলেন পর্যটক। ভারত হামলার পেছনে পাকিস্তানের সংশ্লিষ্টতার দাবি করে পাল্টা জবাব দেওয়ার হুমকি দেয়। পাকিস্তান সেই অভিযোগ অস্বীকার করে ঘটনার আন্তর্জাতিক তদন্ত চায়। উত্তেজনার জেরে গত মঙ্গলবার দিবাগত রাত দুইটার পর পাকিস্তানের ছয় শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত।

এই পরিস্থিতিতে দক্ষিণ এশিয়ার শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় আন্তর্জাতিক মহলেও উদ্বেগ বাড়ছে।

মুমু

×