
ছবি: সংগৃহীত।
সিলেট সীমান্তঘেঁষা ভারতের মেঘালয় রাজ্যে রাত্রিকালীন কারফিউ জারি করেছে স্থানীয় প্রশাসন। গত ৮ মে থেকে শুরু হওয়া এই নিষেধাজ্ঞা অনুযায়ী প্রতিদিন রাত ৮টা থেকে সকাল ৬টা পর্যন্ত সীমান্তবর্তী অঞ্চলে সাধারণ মানুষের চলাচল সম্পূর্ণরূপে নিষিদ্ধ থাকবে।
ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, মেঘালয়ের পূর্ব ও পশ্চিম জয়ন্তিয়া হিলস, পূর্ব খাসি হিলস, দক্ষিণ গারো হিলস এবং পশ্চিম গারো হিলস জেলার সীমান্তসংলগ্ন এলাকাগুলোকে ‘নিরাপত্তা সংবেদনশীল’ ঘোষণা করে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এসব অঞ্চল বাংলাদেশের সিলেট ও মৌলভীবাজার জেলার সীমান্তঘেঁষা।
প্রশাসনের জারি করা নির্দেশনায় বলা হয়েছে, কারফিউ চলাকালীন নিচের কার্যকলাপ সম্পূর্ণরূপে নিষিদ্ধ থাকবে—
-
পাঁচ বা ততোধিক ব্যক্তির জমায়েত,
-
কোনো ধরনের অস্ত্র বা লাঠিসোঁটা বহন,
-
গবাদিপশু ও পণ্য পরিবহন (বিশেষ করে চা পাতা, সুপারি, পানের পাতা, শুকনা মাছ),
-
সীমান্ত পারাপার বা অবৈধ অনুপ্রবেশ।
স্থানীয় প্রশাসন জানিয়েছে, সীমান্ত এলাকায় চোরাচালান, অনুপ্রবেশ এবং সম্ভাব্য সংঘর্ষ প্রতিরোধে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তবে বিশেষ প্রয়োজনে প্রশাসনের অনুমতি সাপেক্ষে চলাচলের কিছু ব্যতিক্রম থাকতে পারে।
নতুন এই নিষেধাজ্ঞায় সীমান্ত এলাকার বাসিন্দাদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। বিশেষ করে যারা কৃষিকাজ বা পণ্য পরিবহনের সঙ্গে জড়িত, তাদের জন্য এটি সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
নুসরাত