
ছবি - জনকণ্ঠ
চুয়াডাঙ্গার বুজরুকগড়গড়ি নিলার মোড়ে জামায়াতের গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে
শুক্রবার রাত সাড়ে ৯টায় অনুষ্ঠানে পৌর ২ নং ওয়ার্ড সভাপতি মাওলানা নুরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা-১ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল। সমাবেশ পরিচালনা করেন জামায়াতের পৌর ২ নং ওয়ার্ড সেক্রেটারি ইমদাদুল হক।
মাসুদ পারভেজ রাসেল বলেন, জামায়াত একটি ইনসাফভিত্তিক দল। জামায়াত এদেশে ইসলামী সমাজ প্রতিষ্ঠিত করতে বদ্ধপরিকর। পতিত সরকার বিগত দিনে ৯৬ বিলিয়ন মার্কিন ডলার সম্পদ লাপাত্তা করে বিদেশে পাড়ি দিয়েছে। ৫৪ বছর দেশ স্বাধীন হলেও এদেশের সামরিক শক্তিকে পঙ্গু করে রাখা হয়েছে। জামায়াতের নেতারা দুর্নীতির সাথে জড়িত নয়, চাঁদাবাজির সাথে জড়িত নয়, মাদকের সাথে জড়িত নয়। যারা দুর্নীতি করে তারা চায় না সমাজে দুর্নীতি বন্ধ হোক। বাংলাদেশকে পরিবারের মতো ভালোবাসতে হবে। যারা খারাপ কাজ করে তারা দুর্বল।
সমাবেশে বিশেষ অতিথি ছিলেন জামায়াতের জেলা ইউনিট সদস্য, জ্যেষ্ঠ আইনজীবী মসলেম উদ্দিন, জেলা অর্থ সম্পাদক কামাল উদ্দিন এবং পৌর জামায়াতের আমীর অ্যাডভোকেট হাসিবুল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন পৌর জামায়াতের নায়েবে আমীর মাহবুব আশিক, আনোয়ার হোসেন, পৌর সেক্রেটারি মোস্তফা কামাল, পৌর শ্রমিক কল্যাণ সভাপতি ইমরান হোসেন প্রমুখ।
সা/ই