ঢাকা, বাংলাদেশ   শনিবার ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

কুয়াকাটায় সাগরে গোসলে নেমে পর্যটকের মৃত্যু

নিজস্ব সংবাদদাতা,কলাপাড়া, পটুয়াখালী

প্রকাশিত: ১৪:১৩, ১০ মে ২০২৫

কুয়াকাটায় সাগরে গোসলে নেমে পর্যটকের মৃত্যু

ছবি: দৈনিক জনকণ্ঠ

কুয়াকাটা সৈকতে গোসল করতে নেমে ঢেউয়ের তোড়ে  ডুবে রাজেশ কুমার পাল (৪০) নামের এক পর্যটকের মৃত্যু হয়েছে। শনিবার (১০ মে) সকাল সাড়ে ১০টার দিকে সৈকতের জিরো পয়েন্টের পশ্চিমপাশে ভাই বোন জামাইসহ চারজনের সঙ্গে গোসলে নেমে মারা গেছেন তিনি।

মৃত রাজেশ রাজশাহীর পুটিয়া এলাকার নামাজপুরের শারা পালের সন্তান। তিনি পরিবার ও বন্ধুসহ তিনজন সদস্যের সাথে শুক্রবার কুয়াকাটায় বেড়াতে এসেছিলেন। তারা হোটেল সাগর পাড়ে অবস্থান করেন বলে জানিয়েছেন মৃত রাজেশের বোন জামাই কমল কুমার পাল।
অন্যরা জানান, গোসল করার এক পর্যায়ে আমরা উঠছিলাম, এর মধ্যে ওর ভগ্নিপতি সাথে ছিল। দেখলাম ওকে টেনে উপরে উঠাচ্ছে। পরে আমরা পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় তাকে অচেতন অবস্থায় তাৎক্ষণিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

কুয়াকাটা হাসপাতালের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মো. রিয়াজ জানান, তাকে হাসপাতালে নিয়ে আসার আগেই মারা গেছেন। পরে থানা পুলিশকে খবর দেয়া হয়।
ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোন ইনচার্জ শাখাওয়াত হোসেন জানান, সৈকতে পর্যটক নিখোঁজের খবর পাওয়ার সাথে সাথে দায়িত্বরত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সৈকতের ফটোগ্রাফার ও স্থানীয়দের সহযোগিতায় তাঁকে উদ্ধার করে তাৎক্ষণিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। উর্ধতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে পরবর্তী আইনানুগ পদক্ষেপ নেওয়া হচ্ছে। 

ফারুক

×