
প্রযুক্তিপ্রেমীদের নজর এখন গুগলের বার্ষিক ডেভেলপার সম্মেলন ‘গুগল আই/ও ২০২৫’-এর দিকে। আগামী ২০ মে থেকে শুরু হতে যাওয়া এই আয়োজনে প্রযুক্তি বিশ্বের সামনে গুগল তাদের সাম্প্রতিক উদ্ভাবন ও প্রযুক্তি পণ্য তুলে ধরবে বলে আশা করা হচ্ছে। তবে মূল সম্মেলনের আগে ১৩ মে গুগল ‘অ্যান্ড্রয়েড শো: আই/ও এডিশন’ নামে একটি বিশেষ অনলাইন অনুষ্ঠানের আয়োজন করছে। ধারণা করা হচ্ছে, এই অনুষ্ঠানে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের পরবর্তী সংস্করণ ‘অ্যান্ড্রয়েড ১৬’ সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।
অ্যান্ড্রয়েড ১৬
এবারের আই/ওতে অ্যান্ড্রয়েড ১৬ অপারেটিং সিস্টেম ঘিরে রয়েছে ব্যাপক আগ্রহ। গুগলের অ্যান্ড্রয়েড ইকোসিস্টেমের প্রেসিডেন্ট সামির সামাত আগামী ১৩ মে অনুষ্ঠিত অনুষ্ঠানে অ্যান্ড্রয়েড-১৬-এর প্রথম ঝলক দেখাতে পারেন। গুঞ্জন রয়েছে, সেদিন নতুন এই অপারেটিং সিস্টেমের স্থিতিশীল (স্টেবল) সংস্করণ উন্মুক্ত করা হতে পারে। অ্যান্ড্রয়েড-১৬-তে বেশ কিছু নতুন ফিচার যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো অ্যাপলের ‘লাইভ অ্যাক্টিভিটিস’-এর মতো ‘অনগোয়িং নোটিফিকেশনস’ ফিচার। পাশাপাশি ছবি বাছাইয়ের জন্য উন্নত ফটো পিকারও যুক্ত হতে পারে, যা ক্লাউড স্টোরেজ সমর্থন করবে।
অ্যান্ড্রয়েড এক্সআর
গুগলের আগে গুগল গ্লাস, ডেড্রিম ও কার্ডবোর্ডের মতো অগমেন্টেড ও ভার্চুয়াল রিয়েলিটি (এক্সটেন্ডেড রিয়েলিটি বা এক্সআর) প্রকল্পগুলোতে সেভাবে সফল হতে পারেনি। তবে এবার ‘অ্যান্ড্রয়েড এক্সআর’ প্ল্যাটফর্ম নিয়ে নতুন করে আশাবাদী গুগল। তারা জানিয়েছে, এবার তাদের শক্তিশালী ‘জেমিনাই’ এআই মডেল সবকিছু পাল্টে দেবে। গুগল স্যামসাংয়ের সঙ্গে যৌথভাবে ‘প্রোজেক্ট মুহান’ কোডনেমের একটি এক্সআর হেডসেট তৈরি করছে। স্যামসাং আগেই ইঙ্গিত দিয়েছে, ডিভাইসটি এ বছরেই বাজারে আসতে পারে। এবারের আই/ও সম্মেলনে গুগল অ্যান্ড্রয়েড এক্সআর এবং এর সহযোগী ইকোসিস্টেম সম্পর্কে আরও বিস্তারিত তথ্য প্রকাশ করতে পারে।
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)
যেহেতু অ্যান্ড্রয়েডের জন্য আলাদা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, তাই মূল আই/ও সম্মেলনে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই সম্পর্কিত ঘোষণার প্রাধান্য থাকবে বলে মনে করা হচ্ছে। গুগল তাদের সার্চ ফলাফলে দেখানো ‘এআই ওভারভিউস’ এবং বিভিন্ন অ্যাপের ‘এআই মোড’-এর মতো ফিচারগুলোর বড় ধরনের আপডেট দিতে পারে। এ ছাড়া গত বছরের আই/ওতে দেখানো ওয়েব ব্রাউজিং সহায়ক এআই এজেন্ট ‘প্রোজেক্ট ম্যারিনার’ নিয়েও নতুন ঘোষণা আসতে পারে। গুগল যে এখন এআই-কেন্দ্রিক কোম্পানিতে রূপান্তরিত হচ্ছে, এবারের আই/ও সম্মেলন সেদিকে ইঙ্গিত দিচ্ছে।
প্রোজেক্ট অ্যাস্ট্রা
গত বছরের আই/ও-তে প্রথম প্রদর্শিত অন্যতম আকর্ষণীয় প্রযুক্তি ছিল ‘প্রোজেক্ট অ্যাস্ট্রা’। এটি গুগলের জেমিনাই মডেলের মাল্টিমোডাল সক্ষমতা ব্যবহার করে তৈরি একটি এআই অ্যাসিস্ট্যান্ট। এটি ক্যামেরার মাধ্যমে দেখা জিনিসপত্র চিনে সে বিষয়ে কথা বলতে পারে। এবারের সম্মেলনে এর অগ্রগতি সম্পর্কে নতুন তথ্য জানা যেতে পারে।
ওয়্যার ওএস
গত বছর মূল বক্তব্যে স্থান না পেলেও ডেভেলপার সেশনে ওয়্যার ওএস প্রিভিউ করেছে গুগল। চলতি বছরের মার্চে ‘ওয়্যার ওএস ৫.১’ চালু হলেও, এবার ‘অ্যান্ড্রয়েড শো’-তে এই প্ল্যাটফর্মের নতুন ফিচার নিয়ে আসতে পারে গুগল।
প্যানেল