ঢাকা, বাংলাদেশ   শনিবার ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

রাতের অন্ধকারেই পাক সেনার ২৬ জায়গায় হামলার ছক বানচাল করল ভারত, ভারতীয় গণমাধ্যমের দাবি

প্রকাশিত: ১০:০৮, ১০ মে ২০২৫; আপডেট: ১০:২৩, ১০ মে ২০২৫

রাতের অন্ধকারেই পাক সেনার ২৬ জায়গায় হামলার ছক বানচাল করল ভারত, ভারতীয় গণমাধ্যমের দাবি

ছবিঃ সংগৃহীত

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ভারতের বিরুদ্ধে রাতভর বেয়াদবি চালিয়েছে পাকিস্তান, আর তা এখনো থামছে না। রাত থেকে লাগাতার ড্রোন হামলার চেষ্টা চলছে, পাকিস্তানের হামলায় নিরীহ নাগরিকদের লক্ষ্য করা হয়েছে। জম্বু, সাম্বা, অবন্তিপুরসহ ভারতের বিভিন্ন এলাকায় ড্রোন হামলা চালানোর চেষ্টা করা হয়েছে। রাত ১২টার কিছু আগে ২৬টি জায়গায় জাম্বু, পাঞ্জাবের একাধিক জায়গা, নদান ও ওয়েস্টার্ন সেক্টরের বিভিন্ন স্থানে অন্তত ২৬টি ড্রোন হামলা হয়েছে।

ডিফেন্স বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, রাতভর এই পশ্চিমাঞ্চল ও উত্তরাঞ্চলের একাধিক জায়গায় ড্রোন হামলার পাশাপাশি আকাশপথ থেকে এয়ার স্ট্রাইকও করা হয়েছে। এটি ভারতীয় সেনার জন্য বড় সাফল্য হিসেবে গণ্য হচ্ছে। পাকিস্তানের তিনটি এয়ারবেস, নূরখান ও রাওয়ালপিন্ডির মতো বিমানঘাঁটি ধ্বংস করা হয়েছে।

যদি ভারতীয় এয়ার ডিফেন্স সিস্টেম সঠিকভাবে কাজ না করত, তাহলে ভয়াবহ ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা ছিল। হামলার লক্ষ্য ছিল মূলত সিভিলিয়ান এলাকা ও কিছু মিলিটারি স্থাপনা। ফলে, প্রচুর সাধারণ মানুষের মৃত্যুর সম্ভাবনা ছিল। 

তথ্যসূত্রঃ https://www.facebook.com/share/v/1BnZFY2jLq/

মারিয়া

×