ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

স্বরাষ্ট্র উপদেষ্টার সহযোগিতায় দেশ ছেড়েছে আব্দুল হামিদ: রাশেদ খান

প্রকাশিত: ১৬:২০, ৯ মে ২০২৫

স্বরাষ্ট্র উপদেষ্টার সহযোগিতায় দেশ ছেড়েছে আব্দুল হামিদ: রাশেদ খান

ছবি: সংগৃহীত

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, "ডামি রাষ্ট্রপতি আব্দুল হামিদ দেশ ছেড়ে পালিয়েছে, আর তাকে পালাতে সহযোগিতা করেছে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা। তাঁর কথাবার্তা শুনলে বোঝাই যায়, এমন একজন মানুষ কীভাবে দেশের স্বরাষ্ট্র উপদেষ্টা হন! রেড নোটিশ জারি করে তাঁকে ফিরিয়ে আনার কথা বলা হচ্ছে, যেন এটা খুবই সহজ কাজ। অথচ তারা জানে দেশে ফিরলে তাদের ফাঁসি হবে।"

তিনি আরও বলেন, "গণহত্যার পরও আওয়ামী লীগ কীভাবে এতটা সাহস পায়? এর পেছনে রয়েছে ক্ষমতার অপব্যবহার ও বিচারহীনতার সংস্কৃতি। তবে এখন আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবিতে দেশজুড়ে জনমত তৈরি হচ্ছে।"

রাশেদ খান জানান, "গণঅধিকার পরিষদই একমাত্র দল হিসেবে গত ৫ ফেব্রুয়ারি ৬৪ জেলার জেলা প্রশাসকের (ডিসি) মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দিয়েছে গণহত্যার বিচার ও আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে। ১৪ ফেব্রুয়ারি ঢাকায় আমরা বিশাল সমাবেশ করেছি এই দাবিগুলো সামনে রেখে। এরপরও দেশের বিভিন্ন জেলা ও থানায় গণসমাবেশ করেছি। সাংবাদিক ভাইয়েরা সেসবের সাক্ষী।"



সূত্র: https://www.facebook.com/share/v/1FzcT1NyBm/

এএইচএ

×