
ছবিঃ সংগৃহীত
বর্তমান সময়ে ফেসবুক শুধু সামাজিক যোগাযোগের মাধ্যম নয়—এটি আমাদের পরিচয়, ব্যবসা, যোগাযোগ এবং এমনকি নিরাপত্তার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। কিন্তু হ্যাকার, ফিশিং লিংক, ভুয়া লগইন এবং ব্যক্তিগত তথ্য চুরির মাধ্যমে ফেসবুক অ্যাকাউন্ট ঝুঁকির মুখে পড়ছে প্রতিনিয়ত। তাই আপনার ফেসবুক অ্যাকাউন্ট সুরক্ষিত রাখতে নিচের চারটি সেটিংস এখনই পরিবর্তন করা জরুরি।
দুই-স্তরের যাচাইকরণ (Two-Factor Authentication) চালু করুন
ফেসবুক অ্যাকাউন্ট হ্যাকিংয়ের সবচেয়ে বড় রক্ষাকবচ হলো এই অপশনটি। শুধু পাসওয়ার্ড থাকলেই কেউ যেন লগইন করতে না পারে, সেটি নিশ্চিত করে Two-Factor Authentication (2FA)। এটি চালু করলে, কেউ যদি আপনার পাসওয়ার্ড জেনে ফেলেও থাকে, তবুও তারা লগইন করতে পারবে না—কারণ তখন মোবাইলে পাঠানো একটি কোডও প্রয়োজন হবে।
কিভাবে চালু করবেন:
ফেসবুক অ্যাপে Settings & Privacy > Settings > Security and Login > Use two-factor authentication-এ যান। এখান থেকে SMS Code বা Authentication App (যেমন Google Authenticator, Duo) বেছে নিন। এটি চালু করার পর, আপনি নিজেই বুঝতে পারবেন কতটা নিরাপদ বোধ করছেন।
অপ্রয়োজনীয় অ্যাপ ও ওয়েবসাইটের অ্যাক্সেস বন্ধ করুন
আমরা অনেক সময় বিভিন্ন অ্যাপে বা ওয়েবসাইটে ফেসবুক দিয়ে লগইন করি। এসব অ্যাপ অনেক সময় আপনার প্রোফাইলের তথ্য নিয়ে থাকে—কিছু অ্যাপ আবার সন্দেহজনকও হতে পারে। ফলে সেখান থেকেই হ্যাকিংয়ের সুযোগ তৈরি হয়।
কিভাবে সরাবেন:
Settings & Privacy > Settings > Apps and Websites এ যান। যেসব অ্যাপ আপনি চেনেন না বা ব্যবহার করেন না, সেগুলো Remove করে ফেলুন। প্রতি মাসে অন্তত একবার এসব অ্যাপ রিভিউ করুন।
প্রাইভেসি সেটিংস রিভিউ করুন এবং শক্ত করুন
আপনার ফেসবুক প্রোফাইল, ছবি বা পোস্ট যেন কারা দেখতে পারবে—তা নিয়ন্ত্রণ করাও নিরাপত্তার বড় অংশ। অনেক সময় হ্যাকাররা বন্ধু সাজিয়ে আপনার তথ্য জেনে নেয়। তাই প্রাইভেসি সেটিংস আপডেট রাখা জরুরি।
আপডেট করার ধাপ:
Settings & Privacy > Settings > Privacy এ যান। ‘Who can see your future posts?’, ‘Who can send you friend requests?’, ‘Who can see your friends list?’—এই অপশনগুলো শুধুমাত্র Friends বা Only Me রাখুন। পোস্ট শেয়ার করার সময় "Public" অপশনটি এড়িয়ে চলুন।
লগইন লোকেশন এবং ডিভাইস চেক করুন
অনেক সময় আপনার অজান্তেই আপনার অ্যাকাউন্টে অন্য ডিভাইস বা লোকেশন থেকে লগইন হয়ে থাকতে পারে। এটি হ্যাকিংয়ের প্রাথমিক ইঙ্গিত। তাই নিয়মিত চেক করুন কোথা থেকে আপনার ফেসবুকে প্রবেশ করা হয়েছে।
কিভাবে চেক করবেন:
Settings & Privacy > Settings > Security and Login > Where You're Logged In এ যান। এখানে সব ডিভাইস ও অবস্থান (location) দেখা যাবে। অচেনা বা সন্দেহজনক ডিভাইস থাকলে Log Out করে দিন। আপনার মোবাইলে ফেসবুকের Login Alert চালু রাখুন, যাতে কেউ নতুন ডিভাইস থেকে ঢুকলে সঙ্গে সঙ্গে জানতে পারেন।
মাঝে মাঝে পাসওয়ার্ড পরিবর্তন করুন এবং তা যেন শক্তিশালী হয়। ফিশিং লিংক (অজানা বা সন্দেহজনক লিংক) ক্লিক করা থেকে বিরত থাকুন। See first বা Add to favorites দিয়ে সন্দেহজনক পেজে ফলো বা লাইক দিবেন না।
আরশি