
ছবি: প্রতীকী
প্রবাসীদের পাঠানো অর্থ বা রেমিট্যান্সে এক অভূতপূর্ব সাফল্যের মুখ দেখল বাংলাদেশ। চলতি ২০২৪-২৫ অর্থবছরে দেশের ইতিহাসে প্রথমবারের মতো রেমিট্যান্সের পরিমাণ ছাড়িয়ে গেছে ২৫ বিলিয়ন মার্কিন ডলার। বাংলাদেশ ব্যাংক জানায়, চলতি অর্থবছরের ৭ মে পর্যন্ত দেশে প্রবাসীরা মোট ২৫.২৭ বিলিয়ন ডলার পাঠিয়েছেন। এই পরিসংখ্যান পূর্ববর্তী যেকোনো বছরের রেকর্ডকে পেছনে ফেলেছে।
বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী, এর আগে সর্বোচ্চ রেমিট্যান্স এসেছিল ২০২০-২১ অর্থবছরে, যার পরিমাণ ছিল ২৪.৭৭ বিলিয়ন ডলার। আর জুলাই ২০২৩ থেকে ৭ মে ২০২৪ পর্যন্ত দেশে রেমিট্যান্স এসেছিল ১৯.৭২ বিলিয়ন ডলার। এবছর মাসের প্রথম সাত দিনে এসেছে ৭৩৫ মিলিয়ন ডলার, যা গত বছরের একই সময়ের তুলনায় ২২.৩ শতাংশ বেশি। সে সময়ে এসেছিল ৬০১ মিলিয়ন ডলার।
মাসের হিসাবেও এবার রেকর্ড গড়েছিল রেমিট্যান্স। দেশের ইতিহাসে সবচেয়ে বেশি প্রবাসী আয় এসেছে চলতি বছরের মার্চ মাসে। ওই মাসে দেশে এসেছে ৩২৯ কোটি ৫৬ লাখ ৩০ হাজার ডলার, যা একটি মাসে দেশের ইতিহাসে সর্বোচ্চ রেমিট্যান্স। ঈদের পরের মাস এপ্রিলেও রেকর্ডের ধারা অব্যাহত ছিল। ওই মাসে প্রবাসী আয় এসেছে ২৭৫ কোটি ১৯ লাখ ৪০ হাজার ডলার, যা মাস হিসেবে দ্বিতীয় সর্বোচ্চ।
রেমিট্যান্স প্রবাহে সবচেয়ে বেশি অবদান রেখেছে সৌদি আরব। এরপর তালিকায় রয়েছে সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, মালয়েশিয়া, কুয়েত, ইতালি, ওমান, সিঙ্গাপুর এবং কাতার। এই দেশগুলো থেকে নিয়মিতভাবে বিপুল পরিমাণ অর্থ দেশে পাঠানো হচ্ছে, যা বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখছে।
বিশ্লেষকরা বলছেন, প্রবাসী আয়ের এই ঊর্ধ্বমুখী প্রবণতা দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে। সরকারের রেমিট্যান্স প্রণোদনা, ব্যাংকিং চ্যানেল ব্যবহারে উৎসাহ এবং প্রবাসীদের মধ্যে আর্থিক সচেতনতা বৃদ্ধিই এই সাফল্যের প্রধান চালিকাশক্তি বলে মনে করছেন অর্থনীতিবিদরা।
রাকিব