
ছবি: সংগৃহীত
ভবিষ্যতে রাজনীতিতে যুক্ত হবেন কি না—এমন জল্পনার বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
বুধবার (২ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি লেখেন, দায়িত্ব শেষে তার রাজনৈতিক কোনো দলে যোগ দেওয়ার গুজব ছড়ালেও তা সত্য নয়।
পোস্টে শফিকুল আলম বলেন, “আমার অন্তর্বর্তীকালীন দায়িত্ব শেষ হওয়ার পর ভবিষ্যৎ নিয়ে নানা আলোচনা চলছে। কিছু বন্ধু বলেছেন, আমি নাকি বড় কোনো রাজনৈতিক দল কিংবা সদ্য গঠিত কোনো সংগঠনে যোগ দিচ্ছি। কিন্তু সত্যি বলতে, রাজনীতিতে যোগ দেওয়ার কোনো আগ্রহ আমার নেই।”
তিনি লেখেন, “আমি এমপি বা উচ্চপর্যায়ের রাজনৈতিক নেতাদের মতো জীবনযাপনও পছন্দ করি না। সিঙ্গাপুর বা ইউরোপের সঙ্গে তুলনা করলে দেখা যায়, এখানে রাজনীতি অর্থনৈতিকভাবে লাভজনক নয়— যদি না কেউ দুর্নীতির আশ্রয় নেয়।”
প্রেস সচিব আরও জানান, তিনি সিদ্ধান্ত নিয়েছেন, দায়িত্ব শেষে রাজনীতিতে যুক্ত না হয়ে আবারও সাংবাদিকতা ও লেখালেখির জগতে ফিরে যাবেন। তার পরিকল্পনায় রয়েছে কয়েকটি বই লেখা।
তিনি লেখেন, “আমি চাইলে পুরো জীবন কাটিয়ে দিতে পারি শুধু জুলাইয়ের গণজাগরণ নিয়েই লিখে। এমন স্বতঃস্ফূর্ত, সাহসী, সুন্দর এবং ব্যাপক রাজনৈতিক আন্দোলন আমি আর কখনো দেখিনি।”
শিহাব