
দেশের চার জেলার ওপর দিয়ে তীব্র ঝড়ের সঙ্গে বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
মঙ্গলবার (১৩ মে) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা ও যশোর জেলার কিছু স্থানে সকাল ১০টার মধ্যে ৪৫ থেকে ৬০ কিলোমিটার বা তার অধিক গতিবেগে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।
এ অবস্থায় বজ্রপাত চলাকালীন বাইরে না যেতে অনুরোধ করা হয়েছে। একইসঙ্গে বজ্রপাতের একাধিক শব্দের মধ্যে সর্বশেষ যেই শব্দটি শুনবেন সেটি থেকে কমপক্ষে ৩০ মিনিট ঘরেই অবস্থান করতে বলা হয়েছে।
এদিকে, আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও শিলা বৃষ্টি হতে পারে।
সজিব