ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৩ মে ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২

কুড়িগ্রামে বৃষ্টিতে জনজীবনে বিপর্যয়

রাজু মোস্তাফিজ, কুড়িগ্রাম

প্রকাশিত: ১১:৪৪, ১৩ মে ২০২৫

কুড়িগ্রামে বৃষ্টিতে জনজীবনে বিপর্যয়

ছবি : জনকণ্ঠ

কুড়িগ্রামে সোমবার সকাল থেকে টানা বৃষ্টির কারণে জনজীবনে চরম বিপর্যয় দেখা দিয়েছে। শহরের বিভিন্ন এলাকায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। অনেক রাস্তায় খানাখন্দ থাকায় বৃষ্টির পানি জমে গেছে, ফলে সাধারণ পথচারী ও যানবাহন চলাচলে সৃষ্টি হয়েছে চরম দুর্ভোগ।

বর্তমানে চলছে ধান কাটামাড়াইয়ের মৌসুম। তবে বৃষ্টির কারণে কৃষিশ্রমিকরা মাঠে যেতে না পারায় তারা উদ্বেগে পড়েছেন। এতে ফসল ঘরে তোলার ক্ষেত্রে সমস্যা সৃষ্টি হচ্ছে।

রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র রায় জানান, কয়েকদিনের তীব্র তাপদাহের পর সোমবার রাত থেকে কুড়িগ্রামসহ আশেপাশের এলাকায় বৃষ্টিপাত শুরু হয়। তিনি জানান, এ বৃষ্টিপাত কয়েকদিন অব্যাহত থাকতে পারে, যা আবহাওয়া পরিস্থিতির কিছুটা উন্নতি ঘটালেও দুর্ভোগ বাড়াবে।

এদিকে বৃষ্টির ফলে কুড়িগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়, ফায়ার সার্ভিস অফিস, রৌমারীপাড়া, মোল্লাপাড়া, টাপু ভেলাকোপা, চর হরিকেশসহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে অফিসগামী ও সাধারণ মানুষের ভোগান্তি চরমে উঠেছে।

সা/ই

×