
ছবি: সংগৃহীত
যারা ৪৭, ৫২, ৭১ এর মুক্তিযুদ্ধকে অস্বীকার করে তাদের বাংলাদেশে রাজনীতি করার অধিকার নেই, ভোট চাওয়ার অধিকার নেই বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু। সোমবার বিকেলে কুমিল্লার বরুড়া লক্ষ্মীপুর বাজার মাঠে ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বরকতুল্লাহ বুলু বলেন, যারা ৩০ লক্ষ শহীদকে অস্বীকার করে, মুক্তিযোদ্ধাকে স্বীকার করে না এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণাকে স্বীকার করে না তাদের বাংলাদেশের রাজনীতি করার অধিকার নেই।
তিনি বলেন, তারেক রহমান হলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার প্রতিচ্ছবি। তাই যত ষড়যন্ত্রই হোক, ১৮ কোটি মানুষের ভালোবাসায় তারেক রহমান সবার মাঝে ফিরবেন।
সূত্র: https://www.youtube.com/watch?v=9jrXeodccBY
এএইচএ