ঢাকা, বাংলাদেশ   রোববার ১৮ মে ২০২৫, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২

সাম্য হত্যার বিচারের দাবিতে আজও ছাত্রদলের প্রতিবাদ সমাবেশ

প্রকাশিত: ২০:০৫, ১৮ মে ২০২৫; আপডেট: ২০:০৬, ১৮ মে ২০২৫

সাম্য হত্যার বিচারের দাবিতে আজও ছাত্রদলের প্রতিবাদ সমাবেশ

ছবি: দৈনিক জনকণ্ঠ

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এক প্রতিবাদ সমাবেশে অভিযোগ করেছে, ২৪ এর সম্মুখ সারির সংগ্রামী যোদ্ধা ও ছাত্রনেতা সাম্য হত্যার বিচার প্রক্রিয়ায় চরম অস্বচ্ছতা রয়েছে এবং প্রশাসন উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিচার বিলম্বিত করছে। একই সঙ্গে হত্যাকাণ্ডের সাথে জড়িতদের এখনো গ্রেফতার না করায় ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেছে সংগঠনটি।

আজ ১৮ মে (রবিবার) দুপুরে রাজধানীর শাহবাগে আয়োজিত এই সমাবেশে ছাত্রদলের কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেন। বক্তারা বলেন, সাম্য হত্যার পর কেটে গেছে কয়েক দিন, কিন্তু এখনো প্রকৃত হত্যাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হয়নি। বরং ঘটনাটিকে ধামাচাপা দিতে এবং জনমতকে বিভ্রান্ত করতে নানা রকম টালবাহানা করছে প্রশাসন।

ছাত্রদলের একাধিক কেন্দ্রীয় নেতা অভিযোগ করেন, সাম্য ছিলেন ছাত্রদলের ২০২৪ সালের আন্দোলনের সম্মুখ সারির সাহসী সৈনিক। তাকে পরিকল্পিতভাবে হত্যা করে ছাত্র আন্দোলনকে স্তব্ধ করার অপচেষ্টা চলছে। তারা বলেন, প্রশাসন নিরপেক্ষ ভূমিকা না নিয়ে বরং সরকারি প্রভাবের কারণে বিচার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করছে।

সমাবেশে ছাত্রদলের সভাপতি এবং সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতারা সাম্য হত্যার দ্রুত ও স্বচ্ছ তদন্ত, প্রকৃত হত্যাকারীদের গ্রেফতার এবং দ্রুত বিচারের দাবিতে একযোগে সরকারের প্রতি আহ্বান জানান। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি দ্রুত সময়ের মধ্যে এই হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত না হয়, তাহলে ছাত্রদল সারাদেশব্যাপী কঠোর আন্দোলনে নামবে।

সমাবেশ চলাকালে ‘সাম্য হত্যার বিচার চাই’, ‘হত্যাকারীদের গ্রেফতার করো’, ‘অবিচারের বিরুদ্ধে ছাত্রদল’— এমন বিভিন্ন স্লোগানে মুখরিত ছিল পুরো এলাকা। ছাত্রদল নেতারা আরও বলেন, কোনো টালবাহানা নয়— আমরা দ্রুততম সময়ে ন্যায়বিচার চাই। এই বিচার না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না।

মুহাম্মদ ওমর ফারুক

×