
ছবি: জনকণ্ঠ
“তারুণ্যের ভবিষ্যৎ ভাবনা, ভবিষ্যৎ বাংলাদেশ” শীর্ষক কর্মসূচিকে সফল করার লক্ষ্যে ফরিদপুর বিভাগে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
২৭ মে “তারুণ্যের রাজনৈতিক ভাবনা ও অর্থনৈতিক যুক্তি” শীর্ষক সেমিনার এবং ২৮ মে ঢাকায় “তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা” উপলক্ষে আয়োজিত সমাবেশকে সফল করতে এ সভার আয়োজন করা হয়।
প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (ফরিদপুর বিভাগ) শামা ওবায়েদ ইসলাম রিংকু। এছাড়াও উপস্থিত ছিলেন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক খন্দকার মাশুকুর রহমান, সেলিমুজ্জামান সেলিম, জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস.এম. জিলানী, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র সহ-সভাপতি রেজাউল কবীর পল এবং জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আমানউল্লাহ আমান।
সভায় ফরিদপুর বিভাগের বিভিন্ন জেলার বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। তারা আগামী কর্মসূচিগুলো সফল করতে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
এম.কে.