ঢাকা, বাংলাদেশ   সোমবার ১৯ মে ২০২৫, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২

২৪ বছরেও ফজলুল হককে ভুলতে পারেনি বিএনপি!

নিজস্ব সংবাদদাতা, গফরগাঁও, ময়মনসিংহ 

প্রকাশিত: ২৩:০৭, ১৮ মে ২০২৫

২৪ বছরেও ফজলুল হককে ভুলতে পারেনি বিএনপি!

ছবি: জনকণ্ঠ

ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির প্রতিষ্ঠাতা আহ্বায়ক, সাবেক সভাপতি এবং সাবেক সংসদ সদস্য একেএম ফজলুল হকের ২৪তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে মরহুমের কবর জিয়ারত ও দোয়া মাহফিল আয়োজন করে দক্ষিণ জেলা বিএনপি।

১৭ মে সন্ধ্যায় ময়মনসিংহ নগরীর হরিকিশোর রায় রোডস্থ বিএনপি কার্যালয়ে বিএনপির পক্ষ থেকে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এ সময় দোয়া মাহফিল পূর্বে এক আলোচনা সভায় বিএনপি নেতৃবৃন্দ বলেন, প্রয়াত ফজলুল হক ছিলেন বিএনপির নিবেদিত প্রাণ। দলে তাঁর অবদান ভোলার নয়। আমরা তাঁর রূহের মাগফিরাত কামনা করছি।

এর আগে দুপুরে নগরীর সানকিপাড়া এসএ সরকার রোড এলাকায় প্রয়াত একেএম ফজলুল হকের কবর জিয়ারত করে তাঁর রূহের মাগফিরাত কামনা করেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এতে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলমগীর মাহমুদ আলম, সদস্য সচিব রোকনুজ্জামান সরকার রোকন, দক্ষিণ জেলা যুবদলের সভাপতি রিয়াজুল কবীর মামুন, জেলা মহিলা দলের সভানেত্রী ফরিদা ইয়াসমিন পারভীন, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম শহীদসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

শহীদ

×