ঢাকা, বাংলাদেশ   সোমবার ১৯ মে ২০২৫, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২

চীনের যে ভয়ংকর অস্ত্রে মিনিটে ছোড়া যাবে ৪ লাখ বুলেট! 

প্রকাশিত: ২২:৫৯, ১৮ মে ২০২৫

চীনের যে ভয়ংকর অস্ত্রে মিনিটে ছোড়া যাবে ৪ লাখ বুলেট! 

ভারত-পাকিস্তান ‘যুদ্ধে’ ভারতকে কাঁপন ধরিয়ে দিয়েছে ইসলামাবাদের হাতে থাকা একাধিক চীনা হাতিয়ার। এরই মধ্যে নৌবাহিনীর জন্য নতুন একটি হাতিয়ারের প্রোটোটাইপ তৈরি করছে চীনের প্রতিরক্ষা গবেষকেরা।

ড্রোন হামলায় উড়েছে ‘আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা’ (এয়ার ডিফেন্স সিস্টেম)। ধ্বংস হয়েছে একের পর এক লড়াকু জেট। লড়াইয়ের ময়দানে কাজ করেনি ক্ষেপণাস্ত্র। 

চার দিনের ভারত-পাকিস্তান ‘যুদ্ধে’ চীনের যুদ্ধবিমান জে-১০সি ইতিহাস সৃষ্টি করেছে ফ্রান্সের তৈরি ভারতের অত্যাধুনিক রাফেল ভূপাতিত করে।

এই অবস্থায় হাত-পা গুটিয়ে বসে না থেকে নতুন অস্ত্র তৈরিতে নজর দিয়েছে বেইজিং। সম্প্রতি চীনের জনপ্রিয় প্রতিরক্ষা পত্রিকা ‘মর্ডান ওয়েপনরি’ নতুন একটি অস্ত্রের প্রোটোটাইপের কথা জানিয়েছে। খবর সাউথ চায়না মর্নিং পোস্টের।

মূলত, রণতরী ধ্বংসকারী ড্রোন, ক্রুজ এবং হাইপারসোনিক ক্ষেপণাস্ত্রকে ঠেকাতে এর নির্মাণ করছেন চীনা প্রতিরক্ষা বিজ্ঞানীরা। 

বেইজিং সেটিকে কী ধরনের যুদ্ধজাহাজে ব্যবহার করবে তা অবশ্য স্পষ্ট নয়। হাতিয়ারটিকে নৌ-ঘাঁটির ‘আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা’ হিসাবেও ব্যবহার করা হতে পারে বলে জানা গিয়েছে।

‘মর্ডান ওয়েপনরি’র প্রতিবেদন অনুযায়ী, নতুন ধরনের ওই অস্ত্রটিতে রয়েছে ১৬টি ৩৫ মিলিমিটারের ব্যারেল। সেগুলি থেকে মিনিটে চার লক্ষ গুলি ছুড়তে পারবে চীনের ‘পিপল্‌স লিবারেশন আর্মি’ বা পিএলএর নৌসেনা। এটি ব্যবহার করার জন্য যে ‘বুলেট কার্টেন’-এর প্রয়োজন, তা-ও বানিয়ে ফেলেছে বেইজিং। 

প্রাথমিক ভাবে এই হাতিয়ারটিকে ‘ধাতব ঝড়’ (মেটাল স্টর্ম) বলে উল্লেখ করেছে চীন। তবে এর আনুষ্ঠানিক নামকরণ এখনও হয়নি।

সাউথ চায়না মর্নিং পোস্ট জানিয়েছে, ৭ ম্যাক (শব্দের গতিবেগের চেয়ে সাত গুণ) গতিতে আসা যে কোনও মাঝারি পাল্লার হাইপারসোনিক ক্ষেপণাস্ত্রকে আটকাতে পারবে চীনের এই নতুন অস্ত্র। 

প্রাথমিক ভাবে এটিকে ডেস্ট্রয়ার শ্রেণির রণতরীতে মোতায়েন করতে পারে বেজিং। পিএলএর নৌবাহিনী পুরোপুরি এটিকে গ্রহণ করলে তাদের আকাশ প্রতিরক্ষা যে অনেকটা মজবুত হবে, তা বলাই বাহুল্য।

বর্তমানে রণতরী এবং নৌঘাঁটিগুলির সুরক্ষায় ‘ক্লোজ ইন ওয়েপন সিস্টেম’ নামের একটি বিশেষ ধরনের হাতিয়ার ব্যবহার করে চীন। এর সাহায্যে যুদ্ধজাহাজ বিধ্বংসী স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্র এবং ড্রোনের ঝাঁককে আটকানো সম্ভব বলে জানা গিয়েছে।

‘ধাতব ঝড়’-এর ক্ষমতা সংশ্লিষ্ট অস্ত্রটির চেয়ে কয়েক গুণ বেশি। প্রতিকূল সামুদ্রিক পরিবেশে মানিয়ে নিতে এর কোনও অসুবিধা হবে না বলে দাবি করেছে বেইজিং।

ভারত-পাকিস্তান ‘যুদ্ধে’ অবশ্য পর্দার আড়ালে থেকে ক্রমাগত ইসলামাবাদকে সাহায্য করে গিয়েছে চীন।

সজিব

×