ঢাকা, বাংলাদেশ   সোমবার ১৯ মে ২০২৫, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২

ভারতের রকেট মাঝ আকাশে ভেঙে পড়লো, রকেট অভিযানেও ব্যর্থ মোদী

প্রকাশিত: ২৩:৩২, ১৮ মে ২০২৫

ভারতের রকেট মাঝ আকাশে ভেঙে পড়লো, রকেট অভিযানেও ব্যর্থ মোদী

ছবিঃ সংগৃহীত

পাকিস্তানের সঙ্গে পরাজয়ের পর এবার মহাকাশ মিশনে ধাক্কা খেল ভারত। রোববার (স্থানীয় সময় ভোর ৫:৫৯ মিনিটে) ভারতের অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে উৎক্ষেপণ করা হয় পিএসএলভি-সি৬১ রকেট, যার মাধ্যমে ইউএস-০৯ নামের একটি কৃত্রিম উপগ্রহ মহাকাশে পাঠানোর পরিকল্পনা ছিল।

ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো (ISRO) জানায়, উৎক্ষেপণের প্রথম ও দ্বিতীয় ধাপ সফলভাবে সম্পন্ন হলেও তৃতীয় ধাপে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। ফলে রকেটটি নির্ধারিত কক্ষপথে পৌঁছাতে ব্যর্থ হয় এবং অভিযানটি মাঝপথে বাতিল করা হয়। ইসরো প্রধান ভি নারায়ণন সরাসরি সম্প্রচারে বিষয়টি নিশ্চিত করেন।

ইসরোর এক্স (সাবেক টুইটার) পোস্টে বলা হয়, রকেটটির তৃতীয় ধাপে ব্যবহৃত মোটরে ২০৩ সেকেন্ডের মাথায় যান্ত্রিক গোলযোগ দেখা দেয়। ইউএস-০৯ একটি উন্নত আর্থ অবজারভেশন স্যাটেলাইট, যার ওজন ১,৬৯৬ কেজি এবং এতে সি-ব্যান্ড সিন্থেটিক অ্যাপারচার রাডার প্রযুক্তি রয়েছে। এটি ৫২৪ কিমি উচ্চতার কক্ষপথে স্থাপনের পরিকল্পনা ছিল।

এই স্যাটেলাইট কৃষি, বন ব্যবস্থাপনা, দুর্যোগ সাড়া এবং সামরিক নজরদারিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতো। মিশন ব্যর্থ হওয়ার কারণ খতিয়ে দেখছে ইসরোর প্রকৌশলীরা।

উল্লেখ্য, এটি ছিল ইসরোর ১০১তম মহাকাশ মিশন এবং পিএসএলভি রকেটের মাধ্যমে পরিচালিত ৬৪তম উৎক্ষেপণ। পিএসএলভি রকেট দিয়ে এ পর্যন্ত ৩টি অভিযান সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে।

তথ্যসূত্রঃ https://youtu.be/QyuynbRgY5I?si=ML_-QCsTp-mqsVBk

মারিয়া

×