ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৬ মে ২০২৫, ২ জ্যৈষ্ঠ ১৪৩২

পাওনা টাকা ফেরত পাওয়ায় ক্ষেত্রে আইনি প্রক্রিয়া কী?

প্রকাশিত: ১২:০৯, ১৬ মে ২০২৫

পাওনা টাকা ফেরত পাওয়ায় ক্ষেত্রে আইনি প্রক্রিয়া কী?

ছ‌বি: সংগৃহীত

পাওনা টাকা ফেরত না পেলে কী করা উচিত—এ প্রশ্নে করণীয় জানালেন সুপ্রিম কোর্টের আইনজীবী আঞ্জুমান আরা লিমা।

তিনি বলেন, “ধরুন, আপনি একজনের কাছে অনেক টাকা দিয়েছেন, কিন্তু অনেক সময় পার হলেও তিনি তা ফেরত দিচ্ছেন না। সেক্ষেত্রে প্রথমেই গুরুত্বপূর্ণ বিষয় হলো, টাকা দেওয়ার সময় একটি বৈধ দলিল বা প্রমাণ রাখা।”

তার ভাষায়, “আমরা অনেক সময় আত্মীয়, বন্ধু বা ঘনিষ্ঠ কারো প্রতি সহানুভূতি থেকে টাকা দিয়ে দেই, কিন্তু ভবিষ্যতে সেই টাকা আদায় না হলে কী হবে, তা ভাবি না। কিন্তু এমন পরিস্থিতির জন্য আগে থেকেই প্রস্তুত থাকা উচিত।”

আইনি দিক থেকে পরামর্শ দিয়ে তিনি বলেন, “টাকা লেনদেনের সময় আশেপাশে যেন কয়েকজন সাক্ষী থাকে, সেটা নিশ্চিত করতে হবে। পাশাপাশি একটি ননজুডিশিয়াল স্ট্যাম্পে চুক্তিপত্র তৈরি করে নেওয়াই সবচেয়ে নিরাপদ। চুক্তিতে উল্লেখ করতে হবে, কী উদ্দেশ্যে টাকা দিচ্ছেন এবং কীভাবে ফেরত পাবেন।”

তিনি আরও জানান, এই ধরনের আইনি ডকুমেন্ট ও সাক্ষ্য ভবিষ্যতে আদালতে টাকা ফেরতের দাবিতে সহায়ক প্রমাণ হিসেবে কাজ করে।

 

সূত্র: https://www.youtube.com/shorts/eWnfdxdnyXI

এএইচএ

×