ঢাকা, বাংলাদেশ   রোববার ১৮ মে ২০২৫, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২

মাঝ আকাশেই ভেঙে চুরমার ভারতের মহাকাশযান!

প্রকাশিত: ১৯:৪৪, ১৮ মে ২০২৫

মাঝ আকাশেই ভেঙে চুরমার ভারতের মহাকাশযান!

ছ‌বি: সংগৃহীত

রোববার (১৮ মে) ভোরবেলা সফল উৎক্ষেপণের পর মাঝ আকাশেই ব্যর্থ হলো ভারতের নতুন মহাকাশ অভিযান। ইস্রোর (ISRO) পাঠানো কৃত্রিম উপগ্রহ ইওএস-০৯ বহনকারী রকেট PSLV-C61 তৃতীয় ধাপে পৌঁছেই যান্ত্রিক ত্রুটির শিকার হয়। ফলে নির্ধারিত কক্ষপথ সান সিনক্রোনাস পোলার অরবিটে (SSPO) পৌঁছাতে ব্যর্থ হয় উপগ্রহটি।

রবিবার স্থানীয় সময় ভোর ৫টা ৫৯ মিনিটে মহাকাশে যাত্রা শুরু করে রকেটটি। প্রথম ও দ্বিতীয় ধাপে অভিযান স্বাভাবিকভাবেই এগোলেও, তৃতীয় ধাপে পৌঁছানোর ২০৩ সেকেন্ড পর ব্যবহৃত মোটরে ত্রুটি ধরা পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ও ধ্বংসাবশেষ থেকে ঝুঁকি এড়াতে ইস্রো রকেটটিকে মহাকাশেই ধ্বংস করে।

ইস্রো প্রধান ভি নারায়ণ এক বিবৃতিতে জানান, "আমরা পিএসএলভি মহাকাশ যানটির উৎক্ষেপণের চেষ্টা করেছিলাম। যানটি চতুর্থ পর্যায়ে পৌঁছাতে পারেনি। প্রথম দুটি ধাপ প্রত্যাশামতো কাজ করলেও তৃতীয় পর্যায়ে এসে অভিযানটি সম্পন্ন করা যায়নি। আমরা বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছি এবং যত দ্রুত সম্ভব আবার ফিরবো।"

পরে এক্স (প্রাক্তন টুইটার)-এ এক বিবৃতিতে ইস্রো জানায়, এটি ছিল তাদের ১০১তম মহাকাশ মিশন। রকেটের প্রথম দুটি ধাপ সফল হলেও তৃতীয় ধাপে একটি নির্দিষ্ট পর্যবেক্ষণের ভিত্তিতে অভিযান বন্ধ করে দেওয়া হয়। ব্যর্থতার কারণ অনুসন্ধানে ইতোমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করেছে ইস্রো। তারা জানায়, ঘটনার পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করে ভবিষ্যতের জন্য শিক্ষা নেওয়া হবে।

উল্লেখ্য, ২০১৭ সাল থেকে কৃত্রিম উপগ্রহ পাঠানোর কাজে পিএসএলভি রকেট ব্যবহার করছে ইস্রো। এ পর্যন্ত এই রকেটের মাধ্যমে ৬৩টি উৎক্ষেপণ সম্পন্ন হয়েছে, যার মধ্যে এটি ছিল তৃতীয় ব্যর্থ অভিযান। এবারের কৃত্রিম উপগ্রহটির ওজন ছিল ১৬৯৬ কেজি।

ভিডিও দেখুন: https://www.youtube.com/watch?v=M46QLZ4yQQA

এম.কে.

×