ঢাকা, বাংলাদেশ   সোমবার ১৯ মে ২০২৫, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২

রোগী সেজে এ্যাম্বুলেন্সে গাঁজা বহনকালে রাজশাহীতে মাদক কারবারি গ্রেফতার

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥  

প্রকাশিত: ১৩:৫৮, ১৯ মে ২০২৫

রোগী সেজে এ্যাম্বুলেন্সে গাঁজা বহনকালে রাজশাহীতে মাদক কারবারি গ্রেফতার

রোগী সেজে এ্যম্বুলেন্সে গাজার বস্তাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব। সোমবার ভোর ৪ টার দিকে রাজশাহী নগরীর সিরোইল ঢাকা বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মাদক কারবারির নাম গোলাম সারোয়ার জাহান (২৫)। সে চাঁপাইনববাগঞ্জের ভোলাহাট উপজেলার কৃষ্ণপুর গ্রামের হুমায়ুন কবিরের ছেলে। তার কাছ থেকে ৬ কেজি গাজা জব্দ করা হয়।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, রাজশাহী নগরীর সিরোইল বাসস্ট্যান্ড এলাকা থেকে একজন মাদক কারবারি রোগী সেজে এ্যাম্বুলেন্সে ধানের বস্তার ভিতরে গাজা নিয়ে চাঁপাইনবাবগঞ্জ যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। এ সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পরে একটি ধানের বস্তার ভেতর থেকে ৬ কেজি গাঁজা জব্দ করা হয়।

র‌্যাব জানায়, আসামি সারোয়ার পেশায় রাজমিস্ত্রি। নিজ পেশার আড়ালে ঢাকা থেকে গাঁজা সংগ্রহ করে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ এলাকায় সরবরাহ করতো। সর্বশেষ এ্যাম্বুলেন্সে অভিনব কায়দায় গাঁজা বহন করছিল সে। তার বিরুদ্ধে রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
 

সজিব

×