
ছবি: সংগৃহীত
ভারতে আশ্রয় নেওয়া কয়েকজন পুরুষর মহিলা ও শিশু রোহিঙ্গা নাগরিককে বিএসএফ বাংলাদেশে পুশ ইনের চেষ্টা করলে বিজিবির বাধার মুখে তা পারেনি। রোববার মধ্য রাতে এঘটনা ঘটে কুড়িগ্রাম জেলার রৗমারী উপজেলার খাটিয়ামারী সীমান্তে। এ নিয়ে বিজেবি ও বিএসএফের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। রৌমারী সদর ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, আন্তর্জাতিক সীমানা পিলার ১০৬৩-এর সাব-পিলার ৩ এলাকার ভারতীয় জোরডাঙ্গা বিএসএফ ক্যাম্পের সদস্যরা রোহিঙ্গা নাগরিক ও কিছু ভারতীয় নারী ও শিশুকে বাংলাদেশের খাটিয়ামারী সীমান্তে পাঠিয়ে দেন। ওই সময় শূন্যরেখায় এক নারীকে দেখতে পান রৌমারী বিওপি ক্যাম্পের বিজিবি টহল দল। পরে তাকে জিজ্ঞাসাবাদ করলে জানা যায়, তিনি ভারতীয় নাগরিক। এদিকে রোহিঙ্গা পুশ-ইনের ঘটনার একটি ৪৩ সেকেন্ডের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর সীমান্তবর্তী খাটিয়ামারীসহ আশপাশের গ্রামের সাধারণ মানুষ শূন্যরেখার কাছাকাছি বাংলাদেশের ভেতরে জড়ো হন।
এ বিষয়ে জানতে চাইলে জামালপুরের ৩৫ বিজিবি ব্যাটালিয়নের অধীন রৌমারী কোম্পানি সদর ক্যাম্পের সুবেদার সোহেল রানা বলেন, “ওই নারীর বাড়ি ভারতে, এটি সত্য। তবে তিনি দাবি করছেন, খাটিয়ামারীর এক ব্যক্তির স্ত্রী তিনি। তার স্বামী বর্তমানে জেলে রয়েছেন।” তিনি আরও বলেন, “ওই নারীর বিষয়ে বিএসএফকে অবগত করা হয়েছিল। কিন্তু বিএসএফ বলছে, তিনি ভারতীয় নন, বরং বাংলাদেশি নাগরিক। ফলে তারা তাকে গ্রহণ করেনি। এটি কোনো পুশ-ইনের ঘটনা নয়। এ নিয়ে বিএসএফের সঙ্গে কোনো ধরনের উত্তপ্ত বাক্যবিনিময় হয়নি।”
আসিফ