ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৪ জুন ২০২৫, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩২

৪৫০ বছর ধরে কবরেই লুকানো রহস্য, এখনও কেউ জানে না কারা শুয়ে আছেন!

মোঃ আতিকুল ইসলাম, কন্ট্রিবিউটিং রিপোর্টার, সরাইল, ব্রাহ্মণবাড়িয়া

প্রকাশিত: ২১:২৮, ১৯ মে ২০২৫

৪৫০ বছর ধরে কবরেই লুকানো রহস্য, এখনও কেউ জানে না কারা শুয়ে আছেন!

ছবি: জনকণ্ঠ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার আড়িফাইল গ্রামে প্রায় ৪৫০ বছর পুরোনো একটি মাজার ঘিরে আজও নানা ধরনের কল্পকাহিনী প্রচলিত রয়েছে। স্থানীয়ভাবে এটি ‘জোড়া কবর’ নামে পরিচিত। ঐতিহ্যবাহী আড়িফাইল শাহী জামে মসজিদের পাশেই এর অবস্থান।

রহস্যঘেরা এই কবরদ্বয় নিয়ে প্রচলিত আছে নানা জনশ্রুতি। অনেকের মতে, ১৬৬২ সালে বারোভূঁইয়ার অন্যতম ঈশা খাঁর শাসনামলে তিনি এই মসজিদ ও এর পার্শ্ববর্তী জোড়া কবর নির্মাণ করেন। কারও কারও ধারণা, ঈশা খাঁর দুই স্ত্রী ইন্তেকাল করলে তাঁদের মসজিদের পাশে কবর দেওয়া হয়। কবর দুটি পাশাপাশি হওয়ায় পরবর্তীকালে এগুলো ‘জোড়া কবর’ নামে পরিচিতি লাভ করে।

তবে এ বিষয়ে স্থানীয় অনেকেই ভিন্নমত পোষণ করেন। তাঁদের দাবি, রহস্যময় জোড়া কবর এবং ঐতিহ্যবাহী আড়িফাইল মসজিদ কে বা কারা নির্মাণ করেছেন, এ বিষয়ে নিশ্চিত কোনো তথ্য নেই। কবর দুটিতে কারা শায়িত আছেন, সেটিও অনিশ্চিত।

মাজারটি সরেজমিনে ঘুরে দেখা যায়, কবর দুটিতে মুঘল স্থাপত্যশৈলী ও নিপুণ নির্মাণকলার প্রভাব বিদ্যমান। মাজারের এক কোণে বসে ইবাদতে মগ্ন কয়েকজন নারীকে দেখা যায়।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, যদিও কোনো প্রামাণ্য ইতিহাস নেই, তবুও এই মাজার ঘিরে সাধারণ মানুষের মধ্যে বিশ্বাস ও আস্থা ব্যাপকভাবে বিদ্যমান। প্রতিদিন অসংখ্য মানুষ এখানে আসেন জিয়ারতের উদ্দেশ্যে। অনেকে এখানে নামাজ পড়েন ও দোয়া-দরুদ পাঠ করেন। তাঁদের বিশ্বাস, এখানে মানত করলে মনের আশা পূরণ হয়।

শহীদ

×