ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২০ মে ২০২৫, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২

কারা যুদ্ধবিরতির অনুরোধ জানিয়েছিল? জানা গেলো চাঞ্চল্যকর তথ্য!

প্রকাশিত: ২১:৩০, ১৯ মে ২০২৫

কারা যুদ্ধবিরতির অনুরোধ জানিয়েছিল? জানা গেলো চাঞ্চল্যকর তথ্য!

ছবি: সংগৃহীত

ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় সাম্প্রতিক সীমান্ত সংঘর্ষের পর যুদ্ধবিরতির অনুরোধ জানিয়েছিল বলে দাবি করেছে পাকিস্তান। দেশটির সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা আইএসপিআরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী এ তথ্য জানিয়েছেন। পাকিস্তানি সংবাদমাধ্যম এআরওয়াই নিউজ সোমবার (১৯ মে) এক প্রতিবেদনে এ খবর প্রকাশ করে।

সংবাদমাধ্যমটির তথ্যানুযায়ী, সীমান্তে সংঘর্ষে পাকিস্তানের পক্ষ থেকে “উপযুক্ত জবাব” দেওয়ার পর ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় যুদ্ধবিরতির আহ্বান জানায় বলে জানান জেনারেল শরিফ।

রোববার রুশ সংবাদমাধ্যম আরটি অ্যারাবিককে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, গত ৬ ও ৭ মে রাতে ভারত পাকিস্তানের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এর জবাবে পাকিস্তান দ্রুত ও কঠোর প্রতিক্রিয়া জানায় এবং পাকিস্তানের বিমানবাহিনী পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করে।

তার ভাষায়, “সারা জাতি ও সশস্ত্র বাহিনী একত্র হয়ে একটি অটল প্রাচীরের মতো রুখে দাঁড়ায়। ৯ ও ১০ মে রাতে ভারত আবারও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে আতঙ্ক ছড়াতে চায়। কিন্তু তারা ভুলে গিয়েছিল, পাকিস্তানিরা ভয় পায় না।”

তিনি আরও বলেন, ১০ মে সকালে পাকিস্তান দায়িত্বশীলতার পরিচয় দিয়ে সংযত প্রতিক্রিয়া জানায়। তাদের প্রতিরোধমূলক হামলায় কেবল ভারতীয় সামরিক স্থাপনাগুলোই লক্ষ্যবস্তু ছিল, কোনো বেসামরিক স্থাপনায় আঘাত করা হয়নি। “এটি ছিল সুষম, ন্যায্য এবং নিয়ন্ত্রিত জবাব,” মন্তব্য করেন জেনারেল শরিফ।

এছাড়া তিনি দাবি করেন, সংকটকালে পাকিস্তানের শান্তিপূর্ণ ও দায়িত্বশীল অবস্থানকে আন্তর্জাতিক মহল—বিশেষ করে যুক্তরাষ্ট্রসহ প্রভাবশালী দেশগুলো—সম্মান জানিয়েছে। তার ভাষায়, “আমরা সহিংস নই, বরং দায়িত্বশীল। শান্তিই আমাদের মূল অগ্রাধিকার।”

ফারুক

আরো পড়ুন  

×