ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২০ মে ২০২৫, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২

গাজায় যুদ্ধ বন্ধ না করলে ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা ও কঠোর পদক্ষেপ নেওয়ার হুমকি দিলো যে তিনটি শক্তিশালী রাষ্ট্র

প্রকাশিত: ২৩:৫২, ১৯ মে ২০২৫; আপডেট: ২৩:৫৩, ১৯ মে ২০২৫

গাজায় যুদ্ধ বন্ধ না করলে ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা ও কঠোর পদক্ষেপ নেওয়ার হুমকি দিলো যে তিনটি শক্তিশালী রাষ্ট্র

ছবিঃ সংগৃহীত

গাজায় সামরিক অভিযানের পুনরারম্ভ এবং মানবিক সহায়তার ওপর আরোপিত বিধিনিষেধ তুলে না নিলে ইসরায়েলের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাজ্য, ফ্রান্স এবং কানাডা।

ব্রিটিশ সরকারের প্রকাশিত এক যৌথ বিবৃতিতে বলা হয়েছে, "গাজায় বেসামরিক জনগণের জন্য জরুরি মানবিক সহায়তা অস্বীকার করা গ্রহণযোগ্য নয় এবং এটি আন্তর্জাতিক মানবাধিকার আইনের লঙ্ঘন ঘটাতে পারে।"

বিবৃতিতে আরও বলা হয়েছে, "আমরা পশ্চিম তীরে বসতি সম্প্রসারণের যেকোনো প্রচেষ্টার বিরোধিতা করি... আমরা প্রয়োজনে আরও পদক্ষেপ নিতে দ্বিধা করব না, যার মধ্যে লক্ষ্যভিত্তিক নিষেধাজ্ঞাও থাকতে পারে।"

এর আগে গাজায় দুই মাসেরও বেশি সময় ধরে চলমান পূর্ণ অবরোধের পর বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) সতর্ক করে জানায়, অবরুদ্ধ গাজা উপত্যকায় মারাত্মক মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। সংস্থাটি জানায়, "দুই মিলিয়ন মানুষ বর্তমানে অনাহারে ভুগছে।"

সূত্রঃ আল জাজিরা

ইমরান

×