
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের লুইজিয়ানার নিউ অরলিন্সে একটি কারাগার থেকে ১০ জন বন্দি পালিয়েছেন। পালানোর সময় তারা কারাগারের ভেতরের একটি দেয়ালে ইংরেজিতে লিখে গেছেন ‘Too easy lol’—বাংলায় যার অর্থ দাঁড়ায় ‘খুবই সহজ, হা হা’। বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, বন্দিরা টয়লেটের পেছনে থাকা একটি ছোট ছিদ্র ব্যবহার করে দেয়াল পার হয়ে পালিয়ে যান। সেই সময় তাদের সেল ব্লকের একমাত্র প্রহরী খাবার আনতে গিয়েছিলেন। এ সুযোগেই ঘটে যায় নাটকীয় পলায়নের ঘটনা।
স্থানীয় শেরিফের বরাতে বিবিসি জানায়, পলাতকদের মধ্যে একজন খুনের মামলার আসামিও রয়েছেন। তদন্তকারীরা সন্দেহ করছেন, কারাগারের ভেতরের কেউ হয়তো এই পলায়নে সহায়তা করেছেন। এখনও পর্যন্ত সাতজন পলাতক রয়েছে, বাকি তিনজনকে আবার আটক করা হয়েছে।
কারা কর্তৃপক্ষের প্রকাশিত একটি ভিডিও ফুটেজে দেখা যায়, বন্দিরা দৌড়ে কারাগার ত্যাগ করছেন। তাদের কেউ পরেছিলেন কমলা, কেউ সাদা রঙের কারাবন্দির পোশাক। কাঁটাতারের বেড়া পার হতে তারা কম্বল ব্যবহার করেন। এরপর কিছু বন্দি সড়ক পেরিয়ে পাশের একটি আবাসিক এলাকার দিকে দৌঁড়ে পালিয়ে যান।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই এই কারাগারের দুর্বল নিরাপত্তা ব্যবস্থা ও অবকাঠামোগত সমস্যার বিষয়ে অভিযোগ করে আসছিলেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। অবশেষে সেই দুর্বলতাকেই কাজে লাগিয়ে বন্দিরা পালাতে সক্ষম হলো বলে ধারণা করা হচ্ছে।
সূত্র: বিবিসি
রাকিব