
ছবি: প্রতীকী
পাকিস্তান শান্তি চায় কিন্তু কখনো ভারতের আধিপত্যের কাছে মাথা নত করবে না। ভারতকে এমন হুশিয়ারি দিয়েছেন পাকিস্তান সেনাবাহিনীর মিডিয়া উইং আইএসপিআর এর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী। একই সাথে ভারতের সামরিক সক্ষমতার বাস্তবতা মনে করিয়ে দিয়ে সিন্ধু নদের পানি আটকে দেওয়া নিয়েও ভারতকে কড়া ভাষায় পরিণতি ভোগ করার হুঁশিয়ারি দেন তিনি।
ভারত-পাকিস্তানের সাম্প্রতিক সংঘাত প্রশমনের পর তুরস্কের বার্তা সংস্থা আনাদোলুর মুখোমুখী হন পাকিস্তান সেনাবাহিনীর আইএসপিআর এর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী। সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘প্রকৃত সত্য হলো ভারত যুক্তরাষ্ট্র নয় আর পাকিস্তানও আফগানিস্তান নয়। আবার ভারত ইসরাইলও নয়, পাকিস্তানও ফিলিস্তিন নয়। পাকিস্তানের ভেতরে যেসব সন্ত্রাসী কার্যকলাপ আছে তার মদদ দিচ্ছে ভারত।’
ভারতকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘ভারতের আধিপত্যের কাছে আমরা কখনো মাথা নত করবো না। এটা তারা যত তাড়াতাড়ি বুঝবে, আঞ্চলিক ও বিশ্ব শান্তির জন্য তা তত মঙ্গলজনক হবে।’
আনাদোলুর রিপোর্টে বলা হয়, ভারতের অপ্রমাণিত দাবির পর আগ্রাসনের জবাবে পাকিস্তান সফল অপারেশন বুনিয়ান উন মারসুস পরিচালনা করে। এর মাধ্যমে ভারতের বিভিন্ন স্থানে বেশ কিছু সামরিক স্থাপনাকে টার্গেট করা হয়। পাকিস্তানি কর্মকর্তারা একে ভারতের আগ্রাসনের সুনির্দিষ্ট ও যথোপযুক্ত জবাব বলে আখ্যায়িত করেছেন।
লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেন, পেহেলগাম হামলার সঙ্গে পাকিস্তানকে দায়ী করার স্বপক্ষে কোনো তথ্য-প্রমাণ দিতে ব্যর্থ হয়েছে ভারত। নয়া দিল্লির সরকার ওই ঘটনাকে সন্ত্রাসের অজুহাত হিসেবে ব্যবহার করছে। সন্ত্রাস, চরমপন্থা ও ঘৃণা হলো ভারতের অভ্যন্তরীণ সমস্যা।
তিনি জানান, পাকিস্তানে সন্ত্রাসী ঘটনাগুলোর সঙ্গে ভারতের যোগসূত্র আছে। এ বিষয়ে প্রচুর তথ্য প্রমাণ রয়েছে পাকিস্তানের হাতে। যা জাতিসংঘের সর্বোচ্চ আদালত ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে পাঠিয়েছে দেশটি। ভারতীয় আগ্রাসন ও অত্যাচারের কাছে পাকিস্তান কখনো মাথা নত করেনি। আর ভবিষ্যতেও করবে না বলে জানান এই সামরিক কর্মকর্তা।
এছাড়া, সিন্ধু নদের পানি চুক্তি সম্পর্কেও তিনি ভারতকে কঠোর ভাষায় সতর্ক করে দিয়েছেন। যদি পাকিস্তানের পানি আটকে দেওয়া হয় তাহলে ভারতকে দীর্ঘমেয়াদী পরিণতি ভোগ করতে হবে বলেও মন্তব্য করেন তিনি।
সূত্র: https://www.youtube.com/watch?v=3Y3sNOHDLuo
রাকিব