ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২০ মে ২০২৫, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২

গাজায় ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে নেদারল্যান্ডসে লাখো মানুষের বিক্ষোভ

প্রকাশিত: ০৭:৪৯, ২০ মে ২০২৫

গাজায় ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে নেদারল্যান্ডসে লাখো মানুষের বিক্ষোভ

ছবি: সংগৃহীত

নেদারল্যান্ডসের হেগ শহরে গাজায় ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে শান্তিপূর্ণ বিক্ষোভে অংশ নিয়েছেন প্রায় এক লাখ মানুষ। বিক্ষোভের আয়োজক সংস্থা অক্সফাম নোভিব এমন দাবি করেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, স্থানীয় সময় রোববার (১৮ মে) অনুষ্ঠিত এ মিছিলে অংশগ্রহণকারীরা ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করেন এবং ইসরায়েলের সামরিক অভিযানের প্রতিবাদ জানান।

‘স্টপ দ্য ওয়ার অন গাজা’ স্লোগানকে সামনে রেখে আয়োজিত এই বিক্ষোভে অংশ নেওয়া অধিকাংশ মানুষ লাল পোশাকে উপস্থিত হন। তারা গাজায় ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে প্রতীকী ‘রেড লাইন’ নির্ধারণের আহ্বান জানান, যা ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে আন্তর্জাতিক সমাজের কঠোর অবস্থান গ্রহণের আহ্বান হিসেবেই দেখা হচ্ছে।

বিক্ষোভকারীরা গাজায় যুদ্ধবিরতি নিশ্চিত করা, মানবিক সহায়তা পৌঁছানোর নিশ্চয়তা এবং ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করার দাবি তোলেন। আয়োজকদের মতে, হেগের এই বিক্ষোভ ছিল নেদারল্যান্ডসের ইতিহাসে গাজা ইস্যুতে আয়োজিত সবচেয়ে বড় সমাবেশ।

হেগ শহরের মোট জনসংখ্যা প্রায় ৫ লাখ ৫০ হাজার। শহরটির বাসিন্দাদের পাশাপাশি বিক্ষোভে অংশ নেন আশপাশের বিভিন্ন শহর থেকে আসা মানুষরাও। ইউরোপজুড়ে গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে ফিলিস্তিনপন্থি বিক্ষোভের যে ঢেউ উঠেছে, হেগের এই বিশাল সমাবেশ তারই এক গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত বলে মনে করছেন বিশ্লেষকরা।

রাকিব

×