ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২০ মে ২০২৫, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২

সৌদি পৌঁছেছেন ৫১ হাজার ৪৩২ হজযাত্রী

প্রকাশিত: ১২:৪৭, ২০ মে ২০২৫

সৌদি পৌঁছেছেন ৫১ হাজার ৪৩২ হজযাত্রী

চলতি বছর বাংলাদেশ থেকে এখন পর্যন্ত সৌদি আরবে পৌঁছেছেন ৫১ হাজার ৪৩২ জন হজযাত্রী।

২৯ এপ্রিল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রথম হজ ফ্লাইটটি ছেড়ে যায়। ২০ মে প্রকাশিত সর্বশেষ হজ বুলেটিনের তথ্য অনুসারে, এরপর থেকে ১৩১টি হজযাত্রী বহনকারী ফ্লাইট ঢাকা ছেড়েছে।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সরকারি ব্যবস্থাপনায় ৪,৫৮৩ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৪৬,৬৯৫ জন ভ্রমণ করেছেন। সৌদি আরবে এখন পর্যন্ত নয়জন হজযাত্রী মারা গেছেন।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, আরও ১৩৯টি ফ্লাইটে ৪৯,৬৭০ জন হজযাত্রীর সৌদি আরবে যাওয়ার কথা রয়েছে।

এ বছর সরকারি ব্যবস্থাপনায় ৫,০৬২ জন হজযাত্রী হজ পালন করছেন, আর ৮১,১২১ জন ব্যক্তিগত ব্যবস্থাপনায় যাচ্ছেন।

চাঁদ দেখা সাপেক্ষে, ৫ জুন এ বছরের হজ অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে।

সজিব

×