
ছবি: জনকণ্ঠ
পুরানো ঢাকার মাদক সম্রাট সজল ধরা পড়েছে। দীর্ঘদিন গোয়েন্দা নজরদারিতে তাকে আটক করা হয়। মঙ্গলবার বিকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সুত্রাপুর জোনের কর্মকর্তা মানজুরল ইসলামের নেতৃত্বে ৪৮ শরাফতগঞ্জে অভিযান চালিয়ে তাকে ধরা হয়। এ সময় তার আস্তানা থেকে ১০৬ ক্যান বিয়ার ও ১৪৫ বোতল বিদেশী মদ জব্দ করা হয়।
মাদকের উপপরিচালক (দক্ষিণ) মানজুরুল ইসলাম জানান, গেন্ডারিয়া এলাকায় দীর্ঘদিন ধরেই মাদকের একচ্ছত্র বাণিজ্য করে আসছিল ধৃত সজল। ওই এলাকায় নিয়মিত সে দেশি বিদেশী মদ বিয়ার সরবরাহ করত। কোরবানী ঈদকে সামনে রেখে রমরমা ব্যবসা করার জন্য সে গুলশানের একটি ওয়ারহাউজ থেকে এসব বিদেশী মাদকদ্রব্যের মজুদ গড়ে তোলে। এমন সংবাদ পেয়ে সেখানে অভিযান চালিয়ে তাকে হাতেনাতে মাদকদ্রব্য সহ আটক করা হয়। তার বিরুদ্ধে মাদক আইনে সূত্রাপুর থানায় মামলা দায়ের করার বিষয়টি প্রক্রিয়াধীন।
এসইউ