ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২০ মে ২০২৫, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২

মিশিগানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত বিএনপি’র খন্দকার আব্দুল মুক্তাদির

রফিকুল হাসান চৌধুরী তুহিন, মার্কিন যুক্তরাষ্ট্র

প্রকাশিত: ১২:৩৫, ২০ মে ২০২৫

মিশিগানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত বিএনপি’র খন্দকার আব্দুল মুক্তাদির

উৎফুল্ল শত শত প্রবাসী নেতা-কর্মী ও সমর্থক-শুভানুধ্যায়ীদের মুহুমুহু করতালী আর হর্ষধ্বনির মাঝে মার্কিন যুক্তরাষ্ট্রের অঙ্গ রাজ্য মিশিগানে ফুলেল ভালবাসায় সিক্ত হলেন বিএনপি কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদের সদস্য ও সিলেট-১ আসনের সম্ভাব্য হেভিয়েট প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির। 

ওই নেতার আগমন উপলক্ষ্যে আজ রবিবার (৫/১৮/২০২৫ইং) সন্ধ্যায় সংশ্লিষ্ট রাজ্যের হেমট্টামিক সিটিস্থ ঐতিহ্যবাহী আলাদ্দীন রেষ্টুরেন্ট এন্ড সুইট মিটে মিশিগান বিএনপি আয়োজিত এক বিশাল সমাবেশে তাকে সম্বর্ধিত করা হয়। 
মন্জুরুল হকের পবিত্র কুরআন তেলাওয়াত শুরুতেই পাঠ শেষে এবং পরবর্তীতে বাংলাদেশের জাতীয় সঙ্গীত 'আমার সোনার বাংলা-আমি তোমায় ভালবাসি' এবং 'প্রথম বাংলাদেশ আমার- শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার-মরন বাংলাদেশ' গান পরিবেশনের মধ্য দিয়ে বিএনপি'র এই সমাবেশের আনুষ্ঠানিক সূচনা ঘটে।

এদিকে ওই অনুষ্ঠান মূলত  মত-বিনিময় ও সম্বর্ধনা অনুষ্ঠান হিসেবে পর্ব থাকলে এক পর্যায়ে তা বিশাল সমাবেশে পরিনত হয়। রেষ্টুরেন্ট ছিল কানায় কানায় পূর্ণ। 

সংশ্লিষ্ট শাখার সভাপতি দেওয়ান আকমল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সেলিম আহমেদের প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠিত এ সমাবেশে বিএনপি ছাড়াও সহযোগী সংগঠন যুবদল-ছাত্রদলের সাবেক নেতা-কর্মীরা বক্তব্য রাখেন। 

তন্মধ্যে বক্তারা হচ্ছেন, মিশিগান বিএনপি'র সাবেক প্রধান উপদেষ্টা ফখরুল ইসলাম লয়েছ, সিলেট মহানগর বি এন পি'র সাবেক সহ-সভাপতি তারেক আহমদ চৌধুরী, সিলেট জেলা বিএনপি'র সাবেক সহ-সভাপতি নাসিরুল হক আহমেদ, সিলেট জেলা বিএনপি'র সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহম্মদ জিলাল উদ্দিন, সিলেট জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি রাজু আহমদ তালুকদার, সিলেট এমসি কলেজ ছাত্র সংসদের জিএস ওমর আশরাফ ইমন, সিলেট সরকারী কলেজ ছাত্রদল শাখার সাবেক সভাপতি নুরুল আমিন সিদ্দিক খালেদ, সিলেট  সরকারী কলেজ নেতা আলী ওয়াসিজুমান রনি । আরো নেতৃবৃন্দ হচ্ছেন, হাজী নিজাম উদ্দিন, খন্দকার ইউসুফ কামাল, ছয়েফ খান, সনজীদ আলম, মোশাররফ চৌধুরী লিটু,শাহাদাত হোসেন মিন্টু, মাহফুজুল করিম জেহিন, শাহাজাহান রহমান মফিজ, কামাল হোসেন লিলু, আফাজ উদ্দিন, নজমুল হক শোভন, আব্দুর রহমান, মুর্শেদ আহমদ, শরীফ মেহেদী প্রমুখ।

প্রধান অতিথি ও সম্বর্ধিত ব্যক্তিত্ব বিএনপি নেতা খন্দকার আব্দুল মুক্তাদির আওয়ামীলীগ সরকার ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদায়ের পরবর্তী সাম্প্রতিক সময়ে বাংলাদেশের উদ্ভুত পরিস্থিতি, আগামী জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা নিয়ে কাল-ক্ষেপন ও দেশ এবং জনগণের স্বার্থে বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেয়া রূপরেখা নিয়ে প্রবাসী নেতা-কর্মী, শুভানুধ্যায়ীদের উদ্দেশ্যে বিশ্লেষণ ধর্মী বক্তব্য তুলে ধরেন।

তিনি বলেন, আমাদের প্রিয় দেশকে বর্তমান ক্রান্তি লগ্ন থেকে উদ্ধারে তাদের নেতা তারেক রহমানের দেয়া রূপ রেখা অনুসরণ করা ছাড়া আর কোন বিকল্প পথ নেই।

তিনি আরো বলেন, আগামীতে কিভাবে আমরা বাংলাদেশকে দেখতে চাই। তার-ই রূপ রেখা বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জাতির সামনে তুলে ধরেছেন। আপনারা যারা দেশে গিয়েছেন বা জাননি তারাও জানেন, বিগত ১৫/১৬ বছরে বাংলাদেশ কি পর্যায়ে পাড় হচ্ছিল। আর আগামী দিনে এখন আমরা বাংলাদেশকে কিভাবে দেখতে চাই। তার এক নাম্বার হচ্ছে, আমাদের নেতা তারেক রহমান আগষ্ট পরবর্তী সময়ে তার বক্তব্যের ধারা গুলো নিশ্চয় খেয়াল করেছেন। নেতা তরেক রহমানের রূপরেখা বক্তব্যের মাঝে জাতির জন্য দায়বদ্ধতা ও জবাবদিহিতা ফুটে উঠার মতো আগামী সরকারের রূপ রেখা দিয়েছেন। 

আমাদের গত ১৫ বছরে সবচেয়ে বড় ব্যর্থতা হচ্ছে, মনে করেন প্রত্যেক ৫ বছর করে যদি সুষ্ঠু নির্বাচনের গ্যারান্টি থাকে এবং যে ক্ষমতায় যেতে চায়, তার মানুষের সামনে এসে পরবর্তী ৫ বছরের খতিয়ানের হিসেব দেয়া লাগে, রিনিউ করা লাগে, তাহলে তার মধ্যে নুন্যতম জবাবদিহিতার পথ থাকে। বেপরোয়া হওয়ার সুযোগ থাকে না। তার একটা লিমিট থাকে। তিনি বলেন,ডিসেম্বরের মধ্যে-ই বিএনপি জাতীয় সংসদ নির্বাচন চেয়েছে। সুষ্ঠু ও অবাধ নির্বাচন হলে বিএনপি সরকার গঠন করা শতভাগ সম্ভাবনা রয়েছে। 

সমাবেশে এও বলা হয়, বিএনপি সরকার গঠন করলে তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন।

এদিকে সমাবেশ থেকে মিশিগান রাজ্যে একটি স্থায়ী কন্স্যুলেট অফিস স্থাপনের প্রবাসীদের দীর্ঘদিনের দাবী উত্থাপন করে প্রধান অতিথি খন্দকার আব্দুল মুক্তাদিরের দৃষ্টি আকর্ষণ করা হয়।সেই সাথে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে মিশিগানে এই কন্স্যুলেট অফিস যেন স্থাপন হয়,এ জন্য খন্দকার মুক্তাদিরের কাছ থেকে প্রতিশ্রুতি চাওয়া হয়। তার প্রতোত্তরে প্রধান অতিথি খন্দকার মুক্তাদির বলেন,আমি কোন মন্ত্রী বা এমপি বা পররাষ্ট্র মন্ত্রণালয়েরও কেউ নই। তবে আপনাদের প্রবাসীদের এই দাবী যৌক্তিক।আমিও সহমত পোষণ করি। বিএনপি ক্ষমতায় গেলে আমি দলীয় সেক্টরে এই বিষয়টি নজরে দেব।

তার আগে সিলেট-১ আসন থেকে খন্দকার আব্দুল মুক্তাদিরকে আগামী নির্বাচনে এমপি প্রার্থী হিসেবে দাড়ানোর জোড় দাবী তোলা হয়। সেই সাথে তিনি প্রার্থী হলে প্রবাসী নেতা কর্মীরা দেশে বিদেশে  বা স্বশরীরে হাজির হয়ে প্রচারণা চালানোরও প্রতিশ্রুতি ব্যক্তকরা হয়।

তবে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সিলেট-১ আসনে তারেক রহমানের সহধর্মিণী ডা: জোবায়ারা রহমানের প্রার্থী হওয়ার বিষয়টি ব্যাপক ভাবে চাউর হওয়া নিয়ে তিনি সরাসরি কোন জবাব দেননি।
সমাবেশ শেষে শত শত নেতা-কর্মী ও শুভানুধ্যায়ীরা ভুড়ি ভোজে অংশ নেন এবং আবারো বিভিন্ন পর্যায় থেকে খন্দকার মুকৃতাদিরকে ফুলেল ভালবাসায় সিক্ত করা,ছবি তোলার হিড়িক পড়ে।

মুমু

×