
ছবি: দৈনিক জনকন্ঠ
শিক্ষালয় হবে আনন্দের জায়গা। যেখানে জ্ঞান শুধু মুখস্থ নয়, অনুভব করে শেখা যায়। একটি জাতির ভবিষ্যৎ গড়ে ওঠে প্রাথমিক শিক্ষার ভিত্তির উপর। এই ভিত্তি যেন মজবুত হয়, সেটিই আমাদের প্রধান দায়িত্ব।
গতকাল সোমবার (১৯ মে) রায়পুর উপজেলার দুটি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনকালে এসব কথা বলেন লক্ষ্মীপুর জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট রাজীব কুমার সরকার।
সকালে দক্ষিণ রায়পুর বি.এন. সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনের সময় কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেন তিনি। এসময় তিনি আরও বলেন, আমাদের সন্তানেরা যেন ভালো পরিবেশে শিক্ষা পায়, সেই দায়িত্ব শুধু বিদ্যালয়ের নয়, আমাদের সবার। প্রশাসন, শিক্ষক, অভিভাবক- সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। শিক্ষার্থীদের মাঝে উপকরণ বিতরণ কালে শিশুদের কচি মুখে তাদের স্বপ্নের কথা মনোযোগ দিয়ে শুনে তিনি শিক্ষার পরিবেশ উন্নয়নে এসময় বিভিন্ন দিকনির্দেশনা দেন।
পরে তিনি কাঞ্চনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উন্নয়নমূলক কার্যক্রম ঘুরে দেখেন। শ্রেণিকক্ষে ঢুকে পাঠদানের পরিবেশ দেখেন এবং শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি কথা বলেন। শিক্ষকদের সঙ্গে মতবিনিময়কালে পাঠদানে সৃজনশীলতা, শিশু-কেন্দ্রিক পদ্ধতির প্রয়োগ এবং শিক্ষার গুণগত মান বাড়ানোর ওপর জোর দেন তিনি। "শিক্ষকেরা জাতি গড়ার কারিগর। তাই পাঠদানের মান উন্নয়নে আপনাদের ভূমিকা অপরিসীম,”- বলে শিক্ষকদের অনুপ্রেরণা দেন তিনি।
পরিদর্শনকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন রায়পুর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার মো: ইমরান খান, সহকারী কমিশনার (ভূমি) নিগার সুলতানা, উপজেলা শিক্ষা অফিসার মো: মইনুল হক, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার হাবিবুর রহমান, বিদ্যালয়গুলোর শিক্ষকবৃন্দ ও সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
স্থানীয় জনগণ ও অভিভাবকদের মুখে একটাই কথা- জেলা প্রশাসকের এই আন্তরিক উদ্যোগে আমরা আশার আলো দেখছি। এমন কার্যক্রম চলমান থাকলে আমাদের সন্তানেরাই গড়বে আগামীর বাংলাদেশ।
মিরাজ খান