ঢাকা, বাংলাদেশ   বুধবার ২১ মে ২০২৫, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২

নবাবগঞ্জে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা

বিপ্লব ঘোষ, দোহার-নবাবগঞ্জ, ঢাকা

প্রকাশিত: ১৮:২৬, ২০ মে ২০২৫

নবাবগঞ্জে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা

ছবি: জনকণ্ঠ


ঢাকার নবাবগঞ্জে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২০ মে) দিনব্যাপি উপজেলার নবাবগঞ্জ পাইলট উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয় সভা কক্ষে এ আয়োজন করা হয়। দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-২ এর আয়োজন করেন। 

নবাবগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর এর বাস্তবায়ন করেন।প্রতিযোগিতার ১ম পর্বের বিতর্কের প্রতিপাদ্য বিষয় ছিল, "দুর্নীতিবিরোধী মনোভাব সৃষ্টিতে পরিবারের ভূমিকাই মুখ্য।" সেমিফাইনাল রাউন্ডে প্রতিপাদ্য বিষয় ছিল, "মূল্যবোধ ও দেশপ্রেমের অভাবেই দুর্নীতির বিস্তার ঘটে।"

প্রতিযোগিতায় উপজেলার ৮টি বিদ্যালয়ের ২৪ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। মর্ডারেটরের দায়িত্বপালন করেন, নবাবগঞ্জ পাইলট উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক পার্থ প্রতীম বিশ্বাস।

বিচারকমণ্ডলী ছিলেন শিক্ষাবিদ মানবেন্দ্র দত্ত, 
সরকারি দোহার-নবাবগঞ্জ কলেজের সাবেক প্রভাষক হামিদুল্লাহ, বাংলা বিভাগের অধ্যাপক মো. সাইফুল ইসলাম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য জন বিপিন ডি কস্তা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি সভাপতি মো. মোজাম্মেল হোসেন খান, সাধারণ সম্পাদক লুৎফর রহমান ভুঁইয়া, সদস্য মাধুরী বণিক, সদস্য বিপ্লব ঘোষ, নবাবগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. কাজী সোহেল  প্রমুখ।

আগামীকাল বুধবার ফাইনাল রাউন্ডের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। 

সাব্বির

×