ঢাকা, বাংলাদেশ   বুধবার ২১ মে ২০২৫, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২

পবিপ্রবিতে প্লাস্টিকের বিনিময়ে গাছের চারা বিতরণ

এনামুল হক এনা, উপকূলীয় প্রতিনিধি, বরিশাল

প্রকাশিত: ১৮:২০, ২০ মে ২০২৫

পবিপ্রবিতে প্লাস্টিকের বিনিময়ে গাছের চারা বিতরণ

ছবি: জনকণ্ঠ


পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) স্কুল অব আর্থ অ্যান্ড এনভায়রনমেন্ট (এসইই)-এর উদ্যোগে অনুষ্ঠিত হলো পরিবেশবান্ধব কর্মসূচি “Go Green: Planet vs Plastic”। এর মূল আকর্ষণ ছিল প্লাস্টিকের বিনিময়ে গাছের চারা বিতরণ।

আজ ২০ মে (মঙ্গলবার) সকাল ১০টায় পবিপ্রবির টিএসসির সামনে কর্মসূচির উদ্বোধন করা হয়।


কর্মসূচির উদ্বোধন করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, “পরিবেশ রক্ষায় শিক্ষার্থীদের এ ধরনের উদ্যোগ সময়োপযোগী ও অনুকরণীয়। এই চিন্তাভাবনাই আমাদের ভবিষ্যৎকে সবুজ ও নিরাপদ করবে।”

প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান এবং ডিন প্রফেসর ড. মো. মহসিন হোসাইন খান এ সময় উপস্থিত ছিলেন।

ফাউন্ডার আফিয়া তাহমিন জাহিন ও কো-ফাউন্ডার মো. ফারদিন হাসানের নেতৃত্বে আয়োজিত এই কর্মসূচিতে গেমস ও জুস কর্ণারসহ নানা আয়োজন ছিল। অংশগ্রহণকারীরা পরিত্যক্ত প্লাস্টিক জমা দিয়ে গাছের চারা সংগ্রহ করেন।

এসইই কর্তৃপক্ষ জানিয়েছেন, ভবিষ্যতে অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানেও এমন কার্যক্রম ছড়িয়ে দিতে তাঁরা আগ্রহী।

সাব্বির

×