ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২০ মে ২০২৫, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২

আইএসইউ ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশে ক্রিকেটারদের সংবর্ধনা

প্রকাশিত: ১৮:২১, ২০ মে ২০২৫

আইএসইউ ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশে ক্রিকেটারদের সংবর্ধনা

ছবি: জনকণ্ঠ

ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি'র (আইএসইউ) মহাখালী ক্যাম্পাসে অনুষ্ঠিত হলো আইএসইউ ক্রিকেট টিমের সংবর্ধনা অনুষ্ঠান। আইএসইউ উপাচার্য প্রফেসর ড. আব্দুল আউয়াল খানের সভাপতিত্বে এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. আতিকুর রহমান।

সোমবার ইঞ্জিনিয়ার মোঃ আতিকুর রহমান আইএসইউ ক্রিকেট টিমকে অভিনন্দন জানিয়ে বলেন, ক্রিকেটারদের অবশ্যই  খেলাধুলার পাশাপাশি পড়াশোনা করতে হবে, কারণ পড়াশোনার কোনো বিকল্প নেই। বর্তমান বিশ্বের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হলে অলরাউন্ডার হতে হবে। ভবিষ্যতের জন্য নিজেকে যোগ্য করে গড়ে তুলতে হবে। 

উপাচার্য প্রফেসর ড. আব্দুল আউয়াল খান বলেন, আইএসইউ  শিক্ষার্থীরা পড়াশোনা, সামাজিক কার্যক্রমে যেমন ভালো, পাশাপাশি খেলাধুলাতেও ভালো সেটা প্রমাণিত। আমাদেরকে পড়াশোনা, খেলাধুলা ও সামাজিক কার্যক্রমে সর্বোচ্চ পর্যায়ে থাকতে অঙ্গীকারবদ্ধ হতে হবে। আইএসইউ'র এ সাফল্যের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে ক্রিকেট টিমের খেলোয়াড় ও সংশ্লিষ্ট সবাইকে তিনি ধন্যবাদ জানান।

দেশের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়গুলোকে নিয়ে আয়োজিত ইউল্যাব ফেয়ার প্লে কাপের ১৫ তম আসরের টি-টুয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫ এ প্রথমবারের মত অংশগ্রহণ করে রানার্স-আপ হয় ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি (আইএসইউ)। অনুষ্ঠানে খেলোয়াড়দের বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে নগদ অর্থ ও অনুপ্রেরণা স্মারক প্রদান করা হয়। এছাড়াও বিভিন্ন প্রোগ্রামের চেয়ারপার্সন,শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও প্রশাসনিক কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

এসইউ

×