ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২০ মে ২০২৫, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২

গাজায় যুদ্ধে অংশ নিতে অস্বীকৃতি জানানো ৩ ইসরায়েলি সেনাকে বহিষ্কার ও কারাদণ্ড: ইসরায়েলি গণমাধ্যমের প্রতিবেদন

প্রকাশিত: ০০:০৭, ২০ মে ২০২৫; আপডেট: ০০:০৮, ২০ মে ২০২৫

গাজায় যুদ্ধে অংশ নিতে অস্বীকৃতি জানানো ৩ ইসরায়েলি সেনাকে বহিষ্কার ও কারাদণ্ড: ইসরায়েলি গণমাধ্যমের প্রতিবেদন

ছবিঃ সংগৃহীত

ইসরায়েলের নতুন সামরিক অভিযানে অংশ নিতে অস্বীকৃতি জানানোয় তিন সেনাকে স্থগিত কারাদণ্ড দেওয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম ইয়েদিয়োথ আহরোনোথ।

প্রতিবেদনে বলা হয়েছে, নাহাল ব্রিগেডের ৫০তম ব্যাটালিয়নের ১১ জন সেনা গাজায় ১৫ মাস যুদ্ধ এবং পশ্চিম তীরে অতিরিক্ত ৩ মাস দায়িত্ব পালনের পর পুনরায় গাজায় মোতায়েনের আদেশ প্রত্যাখ্যান করেন। অতিরিক্ত ক্লান্তি ও মানসিক অবসাদের কারণেই তারা এই সিদ্ধান্ত নেন বলে জানা গেছে।

তবে পরে ওই ১১ জনের মধ্যে ৮ জন সেনা নিজেদের সিদ্ধান্ত পরিবর্তন করে দায়িত্ব পালনে সম্মত হন। বাকি তিনজন অস্বীকৃতি অব্যাহত রাখায় তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয় এবং তাদের স্থগিত কারাদণ্ড দেওয়া হয়।

এই ঘটনা ইসরায়েলি সেনাবাহিনীর অভ্যন্তরীণ চাপে এবং দীর্ঘস্থায়ী সংঘাতের মানসিক প্রভাবের দিকে ইঙ্গিত করে। গাজায় চলমান সংঘাতে সেনাদের শারীরিক ও মানসিক সক্ষমতা নিয়ে উদ্বেগও বাড়ছে বলে বিশ্লেষকদের মত।

সূত্রঃ আল জাজিরা

ইমরান

আরো পড়ুন  

×