ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২০ মে ২০২৫, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২

সেদিন আমরা মাত্র ক’জন ছিলাম, তার কয়েকমাস পরেই আমরা কোটি ছাড়িয়েছি, বিপ্লব ঘটিয়েছি : হান্নান মাসউদ

প্রকাশিত: ০২:৫৫, ২০ মে ২০২৫; আপডেট: ০২:৫৭, ২০ মে ২০২৫

সেদিন আমরা মাত্র ক’জন ছিলাম, তার কয়েকমাস পরেই আমরা কোটি ছাড়িয়েছি, বিপ্লব ঘটিয়েছি : হান্নান মাসউদ

ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদের ২০২৪ সালের ৫ মে’র একটি ফেসবুক স্ট্যাটাস সোমবার (২০ মে ২০২৫) ফের শেয়ার করে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছেন।

তিনি বলেন, "সেদিন আমরা মাত্র ক'জন ছিলাম, তার কয়েকমাস পরেই আমরা কোটি ছাড়িয়েছি, বিপ্লব ঘটিয়েছি। আবার কঠিন সময় আসবে, আবারো লড়াই হবে। কিন্তু শেষমেশ অবশ্যই আমরা বিজয়ী হবো, ইনশাআল্লাহ।"

২০২৪ সালের ৫ মে দেওয়া মূল স্ট্যাটাসে তিনি দেশের রাজনৈতিক পরিস্থিতি, শিক্ষাঙ্গনে অনিয়ম এবং সরকারের ইজরায়েলপ্রীতির প্রসঙ্গে কঠোর সমালোচনা করেন। স্ট্যাটাসে তিনি বলেন:

"গুম, খুন, হত্যা, রাহাজানি, দখলদারিত্ব, জোরপূর্বক নারী শিক্ষার্থীদের হল থেকে এনে প্রোগ্রামে অংশগ্রহণ করানো—সবদিক বিবেচনায়, লীগ আর ইজরায়েলের মাঝে তফাৎ কিসে? তারা বিরোধীদের দমনে ইজরায়েল থেকে স্পাই প্রযুক্তি কিনে, তার প্রতিদানস্বরূপ পাসপোর্ট থেকে 'একসেপ্ট ইজরায়েল' শব্দগুচ্ছ বাদ দেয়, আর ইজরায়েল থেকে আসা বিমানকে এদেশের মাটিতে অবতরণের সুযোগ দেয়। সব মিলিয়ে উপরে উপরে দুসমন, ভিতরে ভিতরে দোস্ত।"

তিনি অভিযোগ করেন, সাধারণ শিক্ষার্থীরা যেন সরকারের ইজরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণ নিয়ে প্রশ্ন না তোলে, সে লক্ষ্যে নানা ধরনের প্রপাগান্ডা চালানো হচ্ছে।

তিনি বলেন, "এদেশের শিক্ষার্থীরা প্রশ্ন তুলবে, অবশ্যই প্রশ্ন তুলবে—ইজরায়েলবিরোধী বৈশ্বিক ছাত্রআন্দোলনের এ মঞ্চে এদেশের সরকারের ইজরায়েলপ্রীতি নিয়ে অবশ্যই প্রশ্ন তুলতে হবে।"

ফের স্ট্যাটাসটি শেয়ার করে আবদুল হান্নান মাসউদ যেন স্মরণ করিয়ে দিলেন—যে লড়াইয়ের সূচনা হয়েছিল অল্প ক’জনকে নিয়ে, সেটিই আজ পরিণত হয়েছে গণআন্দোলনে। তিনি তার অনুসারীদের প্রস্তুত থাকার আহ্বান জানান আগামীর কঠিন সময় ও লড়াইয়ের জন্য।

আসিফ

×