ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২০ মে ২০২৫, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২

এক হাজার ফিলিস্তিনিকে বিনা খরচে হজ পালনের সুযোগ দিচ্ছে সৌদি

প্রকাশিত: ০৮:০৪, ২০ মে ২০২৫

এক হাজার ফিলিস্তিনিকে বিনা খরচে হজ পালনের সুযোগ দিচ্ছে সৌদি

ছবি : সংগৃহীত

চলতি বছরের হজ মৌসুমে সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি গাজা সংকটে ক্ষতিগ্রস্ত এক হাজার ফিলিস্তিনি নাগরিককে বিনা খরচে হজ পালনের আমন্ত্রণ জানিয়েছেন।

সৌদি প্রেস এজেন্সির বরাতে জানা যায়, সোমবার (১৯ মে) বাদশাহ সালমান এই নির্দেশ জারি করেন।

আরব নিউজের এক প্রতিবেদনে বলা হয়, গাজায় ইসরায়েলি আগ্রাসনে নিহতদের পরিবারের সদস্য ও আহতদের এই হজে অংশ নেওয়ার সুযোগ দেওয়া হবে। সমস্ত ব্যয়ভার বহন করবেন সৌদি বাদশাহ নিজেই।

এই উদ্যোগটি ‘দ্য কাস্টোডিয়ান অব দ্য টু হলি মস্কস’ গেস্টস প্রোগ্রামের অংশ, যা পরিচালনা করছে সৌদি আরবের ইসলামী বিষয়ক মন্ত্রণালয়ের দাওয়া অ্যান্ড গাইডেন্স বিভাগ।

মন্ত্রণালয় জানিয়েছে, তারা ফিলিস্তিনি হজযাত্রীদের হজ পালনের সুবিধার্থে একটি বিস্তৃত পরিকল্পনা তৈরির কাজ অবিলম্বে শুরু করেছে।

সা/ই

×