ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২০ মে ২০২৫, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২

ফ্যাক্টচেক

মমতাজের বাড়ি ভাঙার দাবিতে প্রচারিত ভিডিও নিয়ে যা জানা গেলো

প্রকাশিত: ০৬:২২, ২০ মে ২০২৫; আপডেট: ০৬:২৬, ২০ মে ২০২৫

মমতাজের বাড়ি ভাঙার দাবিতে প্রচারিত ভিডিও নিয়ে যা জানা গেলো

ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত একটি হত্যা মামলায় গত ১২ মে সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে গ্রেফতার করা হয়। চার দিনের রিমান্ড শেষে গত ১৭ মে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এ ঘটনার প্রেক্ষাপটে, বুলডোজার দিয়ে মমতাজ বেগমের বাড়ি ভেঙে ফেলা হচ্ছে দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটিতে একটি এস্কেভেটরের মাধ্যমে একটি ডুপ্লেক্স বাড়ি ভাঙার দৃশ্য দেখা যায়।

তবে বাংলাদেশি ফ্যাাক্টচেকিং প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার বিষয়টি মিথ্যা প্রমাণ করেছে। রিউমর স্ক্যানার জানায়, ভিডিওটি মমতাজ বেগমের বাড়ি ভাঙার দৃশ্য নয়। বরং এটি গত মার্চে গাজীপুরের কালিয়াকৈরে বন বিভাগের উদ্যোগে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানের সময় একটি ডুপ্লেক্স বাড়ি ভাঙার দৃশ্য।

টিউমার স্ক্যানার আরো জানায়, মূলধারার গণমাধ্যম এনটিভির ফেসবুক পেজে এই বাড়িটি উচ্ছেদের একটি লাইভ ভিডিও পাওয়া যায়। এছাড়া একইদিন মাছরাঙ্গা টিভির ইউটিউব চ্যানেলে 'বনের জমিতে তৈরি ডুপ্লেক্সসহ দেড় শতাধিক বাড়ি উচ্ছেদ, বনকর্মীদের উপর হামলা' শিরোনামে প্রচারিত একটি ভিডিও প্রতিবেদনও খুঁজে পায় রিউমর স্ক্যানার, যেখানে দেখা যাওয়া বাড়িটির সাথে মমতাজ বেগমের বাড়ি ভাঙার দাবিতে প্রচারিত ভিডিওর বাড়িটির হুবহু মিল রয়েছে।

প্রসঙ্গত, গত ৩০ মার্চ গাজীপুরের কালিয়াকৈরে বন বিভাগের জমি উদ্ধারে দিনব্যাপী উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সিনবাহ ও বাগাম্বর এলাকায় শতাধিক কাঁচা ও পাকা স্থাপনা ভেঙে ফেলা হয়।

এছাড়া, সম্প্রতি মমতাজ বেগমের বাড়ি ভাঙচুর সংক্রান্ত কোন তথ্য বিশ্বস্ত সূত্রেও পাওয়া যায়নি বলে জানায় রিউমর স্ক্যানার।

সুতরাং, ভিন্ন একটি বাড়ি ভাঙচুরের ভিডিওকে মমতাজ বেগমের বাড়ি ভাঙার দৃশ্য দাবিতে প্রচার করা হচ্ছে, যা সম্পূর্ণ মিথ্যা।

 

সূত্র: রিউমর স্ক্যানার।

রাকিব

×